March 28, 2024, 11:01 pm


সামি

Published:
2018-05-16 00:37:32 BdST

ফ্যালকাও-রদ্রিগেজদের নিয়ে কলম্বিয়ার প্রাথমিক দল ঘোষণা


এফটি বাংলা

রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের শক্তিশালী প্রাথমিক দল ঘোষণা করেছে কলম্বিয়া। গত ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের কাছে হেরেই বিদায় নিয়েছিল কলম্বিয়া। তবে ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন কলম্বিয়ার জেমস রদ্রিগেজ।   

এদিকে, কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান ২০১৪ বিশ্বকাপে খেলা ১১ জন অভিজ্ঞ ফুটবলারকে রেখেছেন এই প্রাথমিক দলে। তবে ২০১৪ বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে না পারা রাদামেল ফ্যালকাও রয়েছেন দলে। বিশ্বকাপের প্রথম রাউন্ডে কলম্বিয়া এইচ গ্রুপে খেলবে জাপান, পোল্যান্ড এবং সেনেগালের সঙ্গে।

৩৫ সদস্যের কলম্বিয়ার প্রাথমিক দল

গোলরক্ষক: ডেভিড ওসপিনা, ক্যামিলো ভার্গাস, ইভান আর্বোলেদা, হোসে ফার্নান্দো কুয়াদ্রাদো।

ডিফেন্ডার: সান্তিয়াগো অ্যারিয়াস, ফ্রাঙ্ক ফ্যাব্রা, ডেভিসন সানচেজ, ফরিদ দিয়াজ, স্টিফান মেদিনা, উইলিয়াম তেসিলো, ক্রিশ্চিয়ান জাপাতা, ইয়েরি মিনা, ইয়োহান মোজিকা,বার্নান্দো এস্পিনোসা, অস্কার মুরিলো।

মিডফিল্ডার: অ্যাবেল অ্যাগুইলার, উইলমার ব্যারিওস, হামেশ রদ্রিগেজ, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, এডউইন ক্যার্দোনা, হুয়ান গুইলের্মো কুয়াদ্রাদো, গুস্তাভো কুয়েলার, কার্লোস সানচেজ, জেফারসন লার্মা, জিওভানি মোরেনো, সেবাস্তিয়ান পেরেজ, মাতেউস উরিব।

ফরোয়ার্ড: রাদামেল ফ্যালকাও, কার্লোস বাক্কা, তিওফিলো গুতিয়েরেজ, ইয়াম্মি চারা, দুভান জাপাতা, মিগুয়েল বোরজা, হোসে ইজকুয়ের্দো, লুইস মুরিয়েল।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা