21498

05/18/2025

অনিয়ম, অব্যবস্থাপনায় চরম ঝুঁকিতে রাজধানীর বিতর্কিত নাটোর ভবন

বিশেষ প্রতিবেদক | Published: 2023-04-03 20:28:50

বহুমাত্রিক অনিয়ম ও অব্যবস্থাপনায় চরম ঝুকিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর উত্তরায় অবস্থিত বাণিজ্যিক ভবন নাটোর টাওয়ার।

উত্তরা মডেল টাউনের ৩নং সেক্টরের ২নং রোডে অবস্থিত প্লট নং ৩২ডি ও ৩২ই প্লটে অবস্থিত এই ভবনটি জন্মলগ্ন থেকেই বিতর্কে জড়িয়ে আছে।

সম্প্রতি রাজধানীতে সংঘটিত কয়েকটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আলোচনায় উঠে এসছে নাটোর টাওয়ার।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, কর্মাশিয়াল কাম রেসিডেন্টশিয়াল হিসেবে অনুমোদন নিয়ে এই ভবনটি গড়ে উঠলেও বর্তমানে এর পুরোটাই এখন কর্মাশিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

স্বপ্ন শপিংমলের একটি আউটলেট রয়েছে এই ভবনে। ভবনটিতে রয়েছে একাধিক অফিস ও রেস্টুরেন্ট। ভবনটির সামনে রয়েছে ফার্স্ট ফুডের দোকান এবং তাঁর পাশে নির্মিত হচ্ছে আরেকটি স্থাপনা।

ভবনের কার পার্কিংয়ের অধিকাংশ স্থান দখল করে গড়ে তোলা হয়েছে স্বপ্নের গোডাউন। বিরাট বাণিজ্যিক ভবনে পাকিং না থাকায় এর চার পাশ জুড়ে যানজট লেগে থাকা স্বাভাবিক এক চিত্র হয়ে আছে।

তথ্য অনুসন্ধ্যানে জানা যায়, এই ভবনটির এত অনিয়ম অব্যবস্থাপনার পেছনে রযেছে একটি বিশেষ ইতিহাস। রাজউকের তৎকালীন কর্মকর্তাদের ম্যানেজ করে অনিয়মের ষোলকলা পূর্ণ করে গড়ে ওঠে এই ভবনটি। এ নিয়ে রাজউক মামলা করে ভবন মালিকের বিরুদ্ধে।

কিন্তু মজার ব্যাপার হচ্ছে মামলা করে আর সেই মামলায় আদালতে যায়নি রাজউক। সে সুযোগে আইনের ঘাড়ে বন্দুক রেখে কৌশলে একতরফা রায় নিয়ে নেন ভবন মালিক। এর পরের আপিলের অপশনেও দারুণ এক উদাসীনতা দেখিয়েছেন রাজউকের কর্মকর্তারা। সেখানে তারা আপিলের নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করে রায়ের ১৪ মাস পরে আপিল আবেদন নিযে কোর্টে যান রাজউকের কৌশলী কর্মকর্তা। তখন আইনের আউট অব ফ্রেমে সে আপিল গ্রহণ করেনি আদালত।

ব্যাস একতরফাভাবে রায় পেয়ে একেবারেই বেপরোয়া হয়ে ওটেন নাটোর টাওয়ারের মালিকপক্ষ। তারা রাজউকের সকল আইন অমান্য করতে শুরু করেন। যারা ধারাবাহকতা চলমান রয়েছে।

সচেতন নাগরিক বা গণমাধ্যমের কেউ এ নিযে প্রশ্ন করলেই সোজা আদালতের কাহিনী শুনিয়ে দেয়া হচ্ছে। অথচ সচিত্র অবস্থান বলছে অগ্নিঝুঁকি সহ সম্ভাব্য সব ঝুঁকি নিয়েই দাড়িয়ে আছে বিতর্কিত এ ভবনটি।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81