26364

05/13/2025

২৮ জনকে মুচলেকায় মুক্তি সচিবালয়ে আটক শিক্ষার্থীদের, গ্রেপ্তার ২৫

অনলাইন ডেস্ক: | Published: 2024-10-24 13:43:11

‘বৈষম্যহীন’ ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় আটক ৫৩ শিক্ষার্থীর মধ্যে ২৮ জনের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকিদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, ‘৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহবাগ থানায় এ নিয়ে মামলা হয়েছে।’
গতকাল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বৈষম্যের অভিযোগে সচিবালয়ের ভেতরে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন কিছু শিক্ষার্থী। ওই দিন বেলা পৌনে ৩টার দিকে তাঁরা ভেতরে বিক্ষোভ শুরু করেন। ৬০–৭০ জন শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করেন। এইচএসসিতে ফলাফল বৈষম্য করা হয়েছে অভিযোগ করে নতুন করে মূল্যায়নের দাবি জানান তাঁরা।
তাৎক্ষণিকভাবে সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে ৫৩ জনকে আটক করে তারা। পরে সচিবালয়ে উপস্থিত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর সহায়তায় আটককৃতদের দুটি প্রিজন ভ্যানে তোলেন। তাঁদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81