27575

05/11/2025

রামপুরা-মালিবাগ রুটে যানজট নিরসনে ডিএমপির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | Published: 2025-02-26 18:29:18

ঢাকা মহানগরীর রামপুরা-মালিবাগ রুট ও খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকার যানজট নিরসনে নতুন পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় আবুল হোটেল ও মদিনা হোটেল ক্রসিং, মালিবাগ রেলগেইট ক্রসিং ও খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকায় প্রতিদিন সকাল এবং বিকেলের পিক আওয়ারে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এই যানজট নিরসন করে জনভোগান্তি কমানোর স্বার্থে ওই এলাকায় নিম্নবর্ণিত রাস্তাটি আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত একমুখী যানচলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ‘আবুল হোটেল ক্রসিং হতে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত রাস্তা (যাতে যানবাহনসমূহ আবুল হোটেল ক্রসিং হতে উভয় লেনে যানবাহন প্রবেশ করে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত শুধু পূর্বদিকে যাবে)।

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলো খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং হতে রাইট টার্ন করার পরিবর্তে সোজা পশ্চিমে গিয়ে মালিবাগ রেলগেইট ক্রসিং হতে রাইট টার্ন করে রামপুরা ব্রিজের দিকে যাবে। ’

আবার খিলগাঁও ও তালতলা থেকে আবুল হোটেলগামী যানবাহনগুলো আল-মদিনা হোটেল ক্রসিং থেকে রাইট টার্ন করার পরিবর্তে সোজা দক্ষিণে গিয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংয়ে এসে রাইট টার্ন করে মালিবাগ রেলগেইট হয়ে রামপুরা ব্রিজের দিকে/মৌচাকের দিকে যাতায়াত করবে। ’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‌‘এমতাবস্থায় আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এবং মালিবাগ রেলগেইট ক্রসিং কেন্দ্রীক যানবাহন চালকদের (স্কেচম্যাপ অনুযায়ী) উল্লিখিত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।

এই বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81