27578

05/11/2025

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ: হাতাহাতিতে আহত ১১

নিজস্ব প্রতিবেদক | Published: 2025-02-26 22:34:40

'শিক্ষা ঐক্য মুক্তি’ স্লোগান নিয়ে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই গ্রুপের হাতাহাতিতে ১১ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একাধিক সাবেক সমন্বয়ক এই কথা জানান। তারা বলেন, আহতদের কারও অবস্থা গুরুতর নয়।

তবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিক্যালের তথ্যমতে, দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় তিন জন আহত হয়েছেন। তারা হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিবুল হোসেন, সূর্যসেন হলের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুহাস আলী মিশু।

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন শুরুর আগেই ‘বৈষম্য’ হয়েছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিক্ষোভ শুরু করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। পদবঞ্চিতদের বিক্ষোভস্থলের পাশেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ও মধুর ক্যান্টিনের ভেতরে নতুন ছাত্র সংগঠনের পক্ষে স্লোগান দিতে থাকে আরেকটা গ্রুপ। তবে তখনও সংগঠনের শীর্ষ নেতাদের কাউকে দেখা যায়নি। পরে বিকাল পৌনে ৫টার দিকে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বিক্ষোভের মুখেই মধুর ক্যান্টিনের ভেতরে বিকাল ৫টা নাগাদ নতুন সংগঠনের নাম ঘোষণা করেন সংগঠনের নেতারা। এরপর তারা মিছিল নিয়ে সেখান থেকে মল চত্বরের দিকে এগিয়ে যান। সেখানে দ্বিতীয় দফায় তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান পদবঞ্চিতরা।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদের শীর্ষ পদে আসা নিয়ে বিভক্তির সূত্রপাত। রিফাত রশিদ শীর্ষ চার পদের একটিতে আসতে চান। কিন্তু সংগঠনের নারী সদস্যদের বিরোধিতার কারণে তাকে শীর্ষ চার পদে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে রিফাত রশিদের অনুসারী বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বৈষম্যবিরোধী আন্দোলনের উত্তরা শাখার একটি অংশের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81