05/21/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2025-05-21 00:38:40
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে আজ বুধবার (২১ মে) থেকে অর্ধ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন।
এই কর্মসূচি চলবে ২৫ মে পর্যন্ত। দাবি আদায় না হলে ২৬ মে থেকে শুরু হবে পূর্ণ দিবস কর্মবিরতি।
এর আগে গত ৫ মে থেকে এক ঘণ্টার কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষকরা, যা ১৫ মে পর্যন্ত চলে। এরপর ১৬ মে থেকে প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছেন তারা।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির বেতন গ্রেড সংক্রান্ত প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনের নতুন ধারা গ্রহণ করেছেন শিক্ষকরা।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকরা একযোগে কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সহকারী শিক্ষকদের জন্য প্রস্তাবিত ১২তম গ্রেড আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। আমরা চাই নূ্যনতম ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা দূর করা হোক। ’
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খায়রুন নাহার লিপি, বলেন, ‘কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী ১২তম গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষক পদের প্রস্তাব আমরা বারবার প্রত্যাখ্যান করেছি। গত ২৪ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ২৬ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলনের মাধ্যমে আমরা নিজেদের অবস্থান পরিষ্কার করেছি। ১২তম গ্রেডের প্রস্তাব দিলে সহকারী শিক্ষকদের জন্য তা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। আমরা ১২তম গ্রেড মানি না, মানবো না।’
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি—
১. ১১তম গ্রেডে বেতন নির্ধারণ: সহকারী শিক্ষক পদকে ‘এন্ট্রি পদ’ হিসেবে বিবেচনা করে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে।
২. উচ্চতর গ্রেডে জটিলতা নিরসন: ১০ ও ১৬ বছর পূর্তিতে ১ম ও ২য় উচ্চতর গ্রেডের জটিলতা দূর করে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৩. শতভাগ পদোন্নতি নিশ্চিত: প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির সুযোগ দিতে হবে এবং পদোন্নতির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81