30960

01/11/2026

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-01-10 21:02:19

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার প্রথম অধিবশেনের পরে দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২৭ সেশনের কমটি প্রদান করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় পুরানা পল্টনের বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে এবিএম সেলিম আহম্মেদকে সভাপতি ও শিকদার আবদুস সালামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি: মোশাররফ হোসেন বাবলু, সরোয়ার কবির ও জি. এম. মাসুদ ঢালী

> যুগ্ম সাধারণ সম্পাদক: আবু বকর ও মোহাম্মদ জিহাদুল ইসলাম

> কোষাধ্যক্ষ: শমীম আহসান

> সাংগঠনিক সম্পাদক: ইস্রাফিল হাওলাদার

> প্রচার ও প্রকাশনা সম্পাদক: রাশেদুল হাসান

> প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক: রুমানা জামান

> ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আবুল খায়ের খান

> দপ্তর সম্পাদক: মো. সিরাজুল ইসলাম

> জনকল্যাণ সম্পাদক: মঞ্জুরুল করিম

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন—আশুতোষ সরকার, এম. এ. মান্নান মিয়া, মোক্তার হোসেন, জাহিদ হাসান, মো. রফিকুল ইসলাম, মু. আবিদ আজম, মাহবুবুর রহমান, নাজমা পাপড়ি ও লিংকন মাহমুদ।

সভায় সভাপতিত্ব করেন আশুতোষ সরকার এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর।

এরপর মুক্ত আলোচনা সমালোচনা করেন সংগঠনের সাধারণ সদস্যরা। আলোচনা সমালোচনার আলোকে যক্তি খন্ডনসহ সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করে বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক এম এ মান্নান মিয়া। কোষাধ্যক্ষ মোহাম্মদ জিহাদুল ইসলাম আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এবিএম সেলিম আহম্মেদ, শিকদার আবদুস সালাম, আবু বকর, আবুল খায়ের খান, ইস্রাফিল হাওলাদার, মতিউর রহমান, সাবেক সভাপতি কামরুজ্জামান জিয়া, মামুন ফরাজি, সৈয়দ আফজাল হোসেন, সরোয়ার কবির এবং দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদক শাদাত হোসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভা শেষে নির্বাচন কমিশনার সৈয়দ আফজাল হোসেন ও মামুন ফরাজি আনুষ্ঠানিকভাবে ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81