7891

05/13/2025

সাবেক সাংসদ আউয়াল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আবু তাহের বাপ্পা | Published: 2019-12-26 00:42:45

এফটি বাংলা

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।

সংস্থার উপ-পরিচালক আলী আকবর মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক বরাবর পাঠান। সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

প্রণব কুমার ভট্টাচার্য এফটি বাংলাকে জানান, দূদকের অনুসন্ধানকারী কর্মকর্তা উপ-পরিচালক আলী আকবর দু-এক দিনের মধ্যে এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা (যেগুলো অনুমোদন দেয়া হয়েছে) করবেন।

তিনি বলেন, এমপি আউয়াল ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারির বিষয়েও কমিশন অনুমোদন দিয়েছে।

দুদকের মঙ্গলবারের চিঠিতে বলা হয়েছে, সাবেক সাংসদ একেএমএ আউয়াল ও তার স্ত্রী গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ চলমান রয়েছে। এ অবস্থায় তদন্তের স্বার্থে তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের বিশেষ শাখার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এর আগে সোমবার আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে তিনটি মামলার অনুমোদন দেয় দুদক। জালিয়াতির মাধ্যমে ভুয়া লোককে মালিক সাজিয়ে সরকারি (খাস) জমি হাতিয়ে নিয়ে ভবন তৈরিসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা অনুমোদন দেয়া হয়েছিল।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81