8928

05/13/2025

জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়ে গিয়ে আটক রোনালদিনহো

Siyam Hoque | Published: 2020-03-05 17:52:31

ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহোকে আটক করেছে প্যারাগুয়ে পুলিশ। বুধবার রাতে দেশটির এক হোটেল থেকে এই তারকা এবং তার ভাই রবার্তোকে আটক করা হয়।

হোটেল রুমে তল্লাশি চালিয়ে জাল পাসপোর্ট ও অন্যান্য ভুয়া কাগজ পেয়েছে দেশটির পুলিশ। খবর ইএসপিএনের

একটি দাতব্য প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে প্যারাগুয়ে গিয়েছেন রোনালদিনহো। সেখানে হোটেলে উঠার পর কর্মকর্তারা কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে জাল পাসপোর্ট পেয়েছেন বলে জানা গেছে।

রোনালদিনহোর পাসপোর্টে তার নাম, জন্মস্থান এবং জন্মতারিখ-সব ঠিকই আছে। কেবল নাগরিকত্বের জায়গায় ব্রাজিলের বদলে প্যারাগুয়ে লিখে বদল করা হয়েছে। ২০১৮ সালের নভেম্বরের পর থেকে নিজের ব্রাজিলিয়ান পাসপোর্ট হারিয়েছেন রোনালদিনহো। 

দেশটির লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল বানানোয় তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। জরিমানা দিতে না পারায় তার পাসপোর্ট জব্দ করা হয়েছিল। 

যদিও প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ইউকলিডস একেভেডো জানিয়েছেন, রোনালদিনহোকে আটক করা হয়নি, তার বিষয়ে অভিযোগ তদন্ত করা হচ্ছে। 

তিনি বলেন, তারা আটক হননি। তারা বিচারিক তদন্তে আছেন এবং তাদের সাক্ষ্যপ্রমাণ নেওয়া হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব তাদের আটক করা হবে কি হবে না।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81