April 19, 2024, 8:49 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2021-01-13 03:41:27 BdST

তিন বছরের চুক্তিতে নদী কমিশনের চেয়ারম্যানের হলেন আলী কবীর


সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এস এম আলী কবীরকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

এই কর্মকর্তাকে আগামী তিন বছরের জন্য সচিব পদমর্যাদা ও সুবিধা দিয়ে কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আলী কবীরকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী ১৫ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মুজিবুর রহমান হাওলাদারের মেয়াদ আগামী ১৪ জানুয়ারি শেষ হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারী আলী কবীর মির্জাপুর ক্যাডেট কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে চাকরি করেন। কিছু দিন বাংলাদেশ ব্যাংকেও চাকরি করেন তিনি।

সরকারের সচিব হিসেবে ২০১১ সালে অবসর যান তিনি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা