March 29, 2024, 9:50 pm


অনলাইন ডেস্ক

Published:
2021-09-13 18:57:03 BdST

স্কুল-কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচনের অনুমতি প্রদান


শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে। ''শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর স্কুল ও কলেজ তথা নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি গঠন ও নির্বাচনের অনুমতি দিয়েছে সরকার।''

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের ১৮ মার্চ থেকে কভিড-১৯ মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন কার্যক্রম বন্ধ করা হয়েছিল। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ চালু হওয়ায় গভর্নিংবডি এবং ম্যানেজিং কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হলো।

চিঠির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা