10/13/2024
নিজস্ব প্রতিবেদক | Published: 2024-08-06 13:09:16
ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে আওয়ামীপন্থি আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যালয়।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা বলছেন, সকাল থেকে দফায় দফায় মিছিল করেছে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। তারা প্রত্যেকটি আদালতের ভেতরে দেয়ালে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে তাতে আগুন দেন।
নিরাপত্তাজনিত কারণে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে কোনো আসামিকে আদালতে হাজির করেনি কারাকর্তৃপক্ষ।
এই বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ মো. সাদিক ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন জানান, দেশের চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে আসামিবাহী কোনও প্রিজন ভ্যান আসেনি।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81