10/13/2024
নিজস্ব প্রতিবেদক | Published: 2024-08-08 19:35:31
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি। এর অংশ হিসেবে ঝাড়-পোঁছ চলছে রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য়। এই ভবনটি প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত হবে।
বৃহস্পতিবার ( ৮ আগস্ট) বিকাল ৫টায় ওই ভবনের সামনে গিয়ে দেখা যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ধোয়ামোছার কাজ করতে ব্যস্ত সময় পার করছেন সিটি করপোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মচারীরা।
ভবনটির প্রধান গেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন ও গোয়েন্দা সংস্থার সদস্যদের। যত সময় গড়াচ্ছে ততোই সেখানে সরকারি বিভিন্ন সেক্টরের লোকজনের সংখ্যাও বাড়ছে।
ভবনটির প্রধান গেটে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, নির্দেশনা মোতাবেক আমরা সকাল থেকে এখানে নিরাপত্তার জন্য অবস্থান করেছি। আমরা এখানে সকাল ১১টার দিকে এসে দেখেছি পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ চলছে। তিনি (প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) কোথায় উঠবেন আমরা কিছুই জানি না। উনার নিজস্ব বাসা গুলশানে উঠতে পারেন, আবার এখানেও উঠতে পারেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81