10/13/2024
নিজস্ব প্রতিবেদক | Published: 2024-08-12 22:54:37
পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মানিলন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের ও তদন্তের ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থাটির দৈনিক ও সাম্প্রতিক সেল থেকে তদন্ত-২ শাখায় দেওয়া এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
রোববার (১১ আগস্ট) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এই তথ্য জানান।
চিঠির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গণপূর্ত বিভাগের পটুয়াখালীতে কর্মরত নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২৫ লাখ ৮০ হাজার টাকা ও ১০ হাজার ইউএস ডলার অর্জন এবং ৪৮ ভরি স্বর্ণালঙ্কার কিনে মানিলন্ডারিংয়ের বিষয়ে কমিশন থেকে মামলা দায়ের ও তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের তদন্ত-২ শাখার মহাপরিচালককে বলা হয়েছে।
এর আগে গত ৮ আগস্ট বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নগরের সিঅ্যান্ডবি সড়কের চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের গাড়ি তল্লাশি করে এসব অর্থ ও স্বর্ণালংকার পান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81