12/08/2024
অনলাইন ডেস্ক | Published: 2024-10-30 13:52:03
সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশন গঠনের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাবে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাবে অবরোধ করেন তারা।
শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপস্থিত শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জটলা বেঁধে ‘অধিভুক্তি না মুক্তি, মুক্তি, মুক্তি’,‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’, ‘নিপীড়ন নাকি অধিকার-অধিকার অধিকার’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না মানবো না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানবো না’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
এদিকে, সায়েন্সল্যাব মোড় ব্লকেড করার কারণে ওই এলাকার আশপাশের সড়কে বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। এতে করে দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, এই মুহূর্তে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়া ৭ কলেজের সংকট সমাধান করা সম্ভব নয়। গতকালও আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির দিকে কোনও নজর দেয়নি। যে কারণে আমরা আজ আবারও ব্লকেড কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
এর আগে একই দাবিতে তিন দিন সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। এসময় তারা তিন দফা দাবি জানিয়ে সেগুলো পূরণের জন্য আল্টিমেটাম দিয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. অনতিবিলম্বে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।
২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে।
৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনও সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81