29437

09/14/2025

কোটি কোটি টাকার খাস জমি অবৈধ দখলদারদের কবজায়

নিজস্ব প্রতিবেদক | Published: 2025-09-14 14:09:58

নড়াইল জেলার লোহাগড়া উপজেলা অত্যন্ত জমজমাটপূর্ণ ব্যবসায়িক একটি স্থান। লোহাগড়া বাজারটি অত্যন্ত পুরনো এবং হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত। লোহাগড়া বাজারে রয়েছে প্রচুর পরিমাণ ১ নং খাস খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি। উক্ত খাস খতিয়ানভুক্ত সম্পত্তি ভোগ দখল করে আছে অত্যন্ত প্রভাবশালী চক্র। সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি স্থানীয় ভূমি অফিসের দুর্নীতিবাজ একটি দালাল চক্র, কর্মচারী ও স্থানীয় প্রভাবশালী অবৈধ দখলদারদের সাথে চুক্তিবদ্ধ হয়ে দখল করে আছে। আর এ কাজে সর্বাত্মক সহযোগিতা করছে ভূমি অফিসের নাজির ও ভূমি অফিসের কর্মকর্তারা।
সরকারী ১ নং খাস খতিয়ানভুক্ত সম্পত্তি যে সমস্ত ব্যক্তিরা দখল করে আছে তাহারাই আবার লোক দেখানো মানববন্ধন করে ‘শাক দিয়ে মাছ’ ঢেকে রাখার চক্রান্তে লিপ্ত।
অতি সম্প্রতি লোহাগড়া বাজারে স্থানীয় ব্যবসায়ীদের ব্যানারে ভূমি অফিসের নাজিরের বিরুদ্ধে মানববন্ধন করা হয়। কিন্তু বাস্তবিক অর্থে নাজির এবং তার সহযোগিদের সাথে দখলদার চক্রের অর্থের বনিবনা না হওয়ার কারণেই ‘উদোর পিন্ডি বুদোর ঘাড়ে’ চাপানোর কৌশল অবলম্বন করে।
তথ্যসূত্র ও অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভূমি অফিসের নাজির অবৈধভাবে সুবিধা নিয়ে নিজ নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তার আত্মীয়-স্বজন ও মেয়ে জামাই এর নামেও সম্পদ ও ব্যবসা-বাণিজ্য গড়ে তুলেছে লোহাগড়া বাজারে। অপরদিকে ব্যবসায়ী সমিতির নেতা শাহাদাত হোসেন যিনি মানববন্ধনের মূল উদ্যোক্তা তার নিজের জিম্মায় কোটি কোটি টাকার সরকারী সম্পদ দখলের অভিযোগ রয়েছে।

১. মানববন্ধনকারী শাহাদত হোসেন লোহাগড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত পুরাতন পোস্ট অফিস বলে খ্যাত লোহাগড়া মৌজার এস,এ ১ নং খাস খতিয়ানভুক্ত ৮৪০ নং দাগের ০৭ শতক জমি সম্পূর্ন ভিত্তিহীন, যোগসাজসহীন ও স্বত্ববিহীন কাগজপত্র দিয়ে বে-আইনীভাবে নামপত্তন করে নিয়ে চাচই গ্রামের প্রভাব খাটিয়ে দখল করে নিলে তা’ মিসকেসের মাধ্যমে তার নামপত্তন বাতিল করে ৮৪০ নং দাগের ০৭ শতক জমি খাস খতিয়ানে পূনর্বহাল করা হয়। পরবর্তীতে সেটেলমেন্টে ও ঐ ০৭ শতক জমি সরকারের ১ নং খাস খতিয়ানে আর,এস রেকর্ড করা হয়। যার বাজারমূল্য নূন্যতম ৭ কোটি টাকা। গোপনীয় খবর, সেটেলমেন্ট দালাল ধরে গোপনে ঢাকা থেকে বড় অংকের টাকার মাধ্যমে রেকর্ড করার গুঞ্জন শোনা যাচ্ছে। ঐ জমি ১নং খতিয়ানভুক্তির পর শাহাদত হোসেন তার দখল উচ্ছেদের ভয়ে তড়িঘড়ি করে ১টি দেওয়ানী মামলা করে টাকা দিয়ে জিপি অচিন বাবুকে ম্যানেজ করে কোন পদক্ষেপ নিতে দেয়া হয় নাই।

২. ১৩২৮ নং দাগের ২.৭৫ একর জমি সরকারী খাসজমি। সেখান থেকে তার বাড়ীর সামনের বর্তমানের রাস্তাসহ ৩০ শতক জমি আকরাম সুবেদার এর নিকট হতে ক্রয় করেছে। ঐ ৩০ শতক স্থলে তার নামে আর,এস রেকর্ড ৩০ শতক স্ত্রী নারগিছ এর নামে রেকর্ড ০১ শতক, রাস্তায় গেছে প্রায় ০২ শতক। এরপর ঐ ১৩২৮ নং দাগে অবৈধভাবে দখল করেছে আরো প্রায় ৪০ শতক। যারমূল্য প্রায় ৩ কোটি টাকা। ২০২০/২০২১ সালে পৌর মেয়র নির্বাচনে সে বিএনপির একজন অন্যতম সদস্য হওয়া সত্ত্বেও মেয়র মশিউরকে নির্বাচনে আর্থিক সহায়তা করে তার দখলে থাকা কোটি কোটি টাকার সরকারী জমি বেদখল হওয়ার ভয়ে মেয়র মশিউরের ছত্রছায়ায় চলে যায় ৮৪০ নং দাগের এঐ ০৭ শতক জমি এবং ১৩২৮ দাগের তার বাড়ীর জমি রক্ষা করার জন্য।

৩. ১ নং খতিয়ানভুক্ত ৮১৫ নং দাগের ০৮ শতক খাস জমি। যাহা মহিউদ্দিন ভূইয়াসহ মোট ৪ জন প্রভাবশালী লোকে সম্পূর্ন ভিত্তিহীন কাগজগত্র তৈয়ার করে ভোগ দখলে আছে বলে অভিযোগ পাওয়া গেছে।

৪. মুরগী হাটায় ১ নং খতিয়ানভুক্ত সি,এস ও এস,এ হাট শ্রেণির ৮৫০ নং দাগের ০৪ শতক জমি খাস জমি হিসেবে বন্দোবস্ত চাওয়া আকরাম সুবেদার এর ওয়ারিশগণ বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণ করে উচ্ছেন মামলাভুক্ত জমি সম্পূর্ন বে-আইনীভাবে দখলে রেখেছে।

৫. মিষ্টি পট্টিতে প্রবীর রায়, গৌতম রায়ের অবৈধ দখলীয় ৮৫০/১৩০৪ নং দাগের জমির ১১২/৭৮ নং অবৈধ নামপত্তন ২০১৩ সালে ১৬/২০১৩ নং মিসকেসে এসি ল্যান্ড কর্তৃক বাতিল করা হয়। কিন্তু লোহাগড়ায় জালিয়াতি চক্রের মাধ্যমে ২ কেটি টাকা মূল্যের সম্পত্তি দখল করে আছে। ২০২৫ সালে বড় অংকের টাকার বিনিময়ে অত্যন্ত চতুরতার মাধ্যমে দাখিলা অনুমোদন দেয়া হয়েছে।

৬. কোটি কোটি টাকা মূল্যের ১৩২৮ নং দাগের খাসজমিতে ২০-২৫টি দোকানঘর বিন্দুমাত্র কাগজপত্র ছাড়া সম্পূর্ন অবৈধভাবে ভোগ দখলে রেখেছে বিভিন্ন ব্যক্তি।

শাহাদত হোসেনসহ অন্যান্যরা তাদের অবৈধ দখলে থাকা খাস ও ভিপি জমি থেকে উচ্ছেদের ভয়েই মূলতঃ শাহাদত হোসেন সাবু এর অনুসারী কিছু গণমাধ্যমকর্মী, কোটি কোটি টাকা মূল্যের সরকারী খাস ও ভিপি জমি জালিয়াতির মাধ্যমে আত্মসাতকারী কিছু প্রভাবশালী ব্যক্তি, ভূমি দালাল ও জালিয়াতি চক্রকে ব্যবহার করে ভূমি দখল করে আছে।

 


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81