29510

09/20/2025

প্রকৃত শ্রমিকদের বাদ দিয়ে রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ নির্বাচন বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক | Published: 2025-09-19 23:07:24

সরকারি নির্দেশ লঙ্ঘন করে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১৭৭৬) এর অবৈধ নির্বাচনের চেষ্টা বন্ধের দাবিতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন শ্রমিক নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৭৭৬) এর সদস্য ইসমাইল সরদারের সঞ্চালনায় মূল বক্তব্য পাঠ করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সাজু।

মূল বক্তব্যে সাজু মিয়া বলেন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন (রেজি:নং ঢাকা-১৭৭৬ )এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং- ৭৩৭২/২০১১ ও ৪৩১৬/২০১৪ এর রায়ের নির্দেশনা অমান্য এবং শ্রম আইন, ২০০৬ এর ৩১৭(৪) (ঘ) লঙ্ঘন করা ও শ্রম মন্ত্রণালয়ের বিভাগীয় শ্রম দপ্তর, ঢাকার গত ১৫/৯/২৫ তারিখের পত্রের নির্দেশনাকে উপেক্ষা করে আগামী 20/09/2025 তারিখ নির্বাচনটি স্থগিত করা সত্ত্বেও নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছে বলে বিশ্বস্ত সূত্রে জানতে পারছি। কিন্তু কথিত নির্বাচন কমিশন বর্ণিত রীটের রায় ও আইন এবং বিভাগীয় শ্রম দপ্তরের আইনী নির্দেশনাকে লঙ্ঘন করে নির্বাচন পরিচালনা করছে বলে বিশ্বস্ত সূত্রে জানতে পারছি। এমতাবস্থায় গণঅভ্যুত্থানের পরে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন রায় , সরকারী দপ্তরের পত্রের নির্দেশনা এবং শ্রম আইনকে লঙ্ঘৈনের ধৃষ্টতা প্রতিরোধ করা হবে।

আবু তাহের সাজু আরো বলেন, সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে সরকার, শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজি, ডিআইজি,থানা পুলিশ সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করবো- এরুপ বেআইনী নির্বাচন বন্ধে জরুরী পদক্ষেপ নিন। অন্যথায় আগামীকালের নির্বাচন বন্ধে শ্রমিকগণ রাজপথে নেমে আসবে। কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর দায়ে বিভাগীয় শ্রম দপ্তরের পত্রের নির্দেশনা মোতাবেক অমান্য করলে বা করার চেষ্টা করলে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।

আগামীকাল শনিবার সকাল ১০ টায় পল্টন হতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল অভিমুখে বিক্ষুদ্ধ শ্রমিকগণ বিক্ষোভ মিছিল নিয়ে ফুলবাড়িয়া বাস টার্মিনাল অভিমূখে যাত্রা করবেন। অত্র বিক্ষোভ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81