11/06/2025
শাহীন আবদুল বারী | Published: 2025-11-05 21:16:38
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে বিশাল গণমিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিশাল গণমিছিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
সুলতান সালাউদ্দিন টুকু নেতৃত্বে একটি বিশাল গণমিছিল টাঙ্গাইল শহরের পৌর উদ্যান থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে এসে শেষ হয়। জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা গণমিছিলে অংশ নেয়। সেই সঙ্গে টাঙ্গাইল শহরসহ ১২টি ইউনিয়নের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গণমিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।
এর আগে দুপুর থেকেই সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে নিয়ে পৌর উদ্যানে সমবেত হন। কানায় কানায় পরিপূর্ণ হয় পৌর উদ্যান।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিক নির্দেশনা।
তিনি বলেন, দেশের মানুষ আজ ন্যায়, উন্নয়ন ও গণতন্ত্র চায়। বিএনপির ৩১ দফা কর্মসূচি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন। এই কর্মসূচির প্রতিটি দফাই জনগণের অধিকার, ন্যায়বিচার ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা বহন করে। আমরা ঘরে ঘরে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি।
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান এই জাতির আশার প্রতীক। তিনি দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন, আর তাঁর আহ্বানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে রায় দেবে।
লিফলেট বিতরণকালে টুকু ধানের শীষ প্রতীকে ভোট চান। এসময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের সাবেক আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুর আলম প্রমুখ।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81