11/11/2025
সামিউর রহমান লিপু | Published: 2025-11-11 07:59:18
রাজধানীতে গভীর রাতে একাধিক বাস ও প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে, উত্তরা খালপাড়ে রাইদা পরিবহনের একটি বাসে, যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন নামের আরেকটি বাসে এবং ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে এসব আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন জানান, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে ১২টা ৫৪ মিনিটে আগুনের খবর আসে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনে আগুনের সংবাদ আসে। দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াইটার মধ্যে আগুন নির্বাপণ করে।
পরে রাত ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
সর্বশেষ ভোর ৪টায় উত্তরা সোনারগাঁও জনপদের খালপার এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে পৌঁছে ৪টা ২০ মিনিটে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস।
এর আগে, রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি বিভিন্ন গণমাধ্যমকে জানান, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে।
তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ঢাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ
গতকাল (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মিরপুর ১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি, খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে একটি, মৌচাকে একটি, শেরেবাংলা নগর থানাধীন বেতার ভবনের সামনে একটি ও বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়। কারা এসব ঘটিয়েছে জানাতে পারেনি পুলিশ।
এর আগে, গতকাল সকাল ৭টার দিকে মোহাম্মদপুর এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান প্রবর্তনার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রবর্তনার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আনিকা মাহফুজ জানান, ককটেল দুটি বিস্ফোরণের সময় প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। এই ঘটনায় কেউ হতাহত হননি।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে প্রতিষ্ঠানটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। দুটিই বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
গতকাল ভোর পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ডিএমপির মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুজন ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে।
এরপর, সকাল ৭টার দিকে ধানমন্ডিতে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি ও মাইডাস সেন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
ধানমন্ডি জোনের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে গত শনিবার মোহাম্মদপুরে অবস্থিত সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের ভিতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগের দিন শুক্রবার কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এছাড়াও মোহাম্মদপুরে একটি গাড়ির গ্যারেজে ও মিরপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাসে অগ্নিকাণ্ডের পিছনে নাশকতা থাকতে পারে ধারণা করছে পুলিশ।
নিরাপত্তা জোরদার
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষণা করা ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে দফায় দফায় চোরাগোপ্তা হামলার পরিপ্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে সব চার্চ, মন্দির, মসজিদসহ অন্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ১৪২টি স্পটে স্থাপন করা হয়েছে পুলিশের চেকপোস্ট। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এন এস মো. নজরুল ইসলাম বলেন, নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পাশাপাশি নাশকতাকারীদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলছেই। চোরাগোপ্তাভাবে যে ঘটনা ঘটানো হচ্ছে, সেগুলোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আওয়ামী লীগের ৩৪ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৫৪
গত রবিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা সম্প্রতি আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রমের অভিযোগে সংশ্লিষ্ট থানায় আইনানুগব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও রবিবার মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81