30159

11/14/2025

৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত টুকু

শাহীন আবদুল বারী | Published: 2025-11-14 01:09:28

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রকাশিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের নিয়ে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের তোরাবগন্জ বাজার, মাহমুদনগর ইউনিয়নের পারবহুলী (গোলচত্তর) পাকুল্ল্যা বাজারে লিফলেট বিতরণ করেন টুকু।

টাঙ্গাইল সদর উপজেলার মাটি ও মানুষের নেতা জনগণের আশা আকাঙ্খার প্রতীক বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বিলি করছেন। একইসাথে ৩১ দফা বাস্তবায়ন হলে জনগন কি কি সুবিধা পাবেন তাও পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিচ্ছেন।

সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের নিমিত্তে টুকু অসীম ধৈর্য্য নিয়ে সাহস ও বুদ্ধিমত্তার সাথে টাঙ্গাইল সদর আসনের প্রতিটি এলাকায় পরিকল্পিত গণসংযোগ করছেন। তার অক্লান্ত পরিশ্রম এবং মানুষের জন্য কিছু করার স্পৃহা দেখে উজ্জীবিত হয়ে টাঙ্গাইল চরাঞ্চলের সাধারণ মানুষও হাতে হাত মিলিয়ে টুকুর সাথে কাজ করছেন।

তাদের সাথে কথা বলে জানা গেছে, সত্যিকারঅর্থে এই মানুষগুলোর কোন চাওয়া পাওয়া নেই। তাদের বিশ্বাস, টুকু এমপি হলে চরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। তারা আত্মবিশ্বাসী যে টুকু আসন্ন নির্বাচনে জয়ী হলে টাঙ্গাইলের ব্যাপক উন্নয়ন হবে। 

কেন তারা এতোটা আত্মবিশ্বাসী সেই ব্যাপারে জানতে চাইলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ একবাক্যে বলেন যে, টুকু ভাই এমপি না হয়েই নির্বাচনী আসনভুক্ত অনগ্রসর কিছু এলাকায় কয়েক কোটি টাকার উন্নয়নমূলক কাজের সুপারিশ করেছেন। এর মধ্যে কিছু কাজ নির্বাচনের আগেই শুরু হবে বলে জানা গেছে। দলীয় মনোনয়ন পাওয়ার আগেই যিনি নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নের জন্য এতোটা পরিশ্রম করছেন, তিনি নির্বাচনে জয়ী হলে এই সদর উপজেলার আমূল পরিবর্তন ঘটবে। পরিকল্পিত উন্নয়নের ফলে একটি মডেল জেলায় পরিনত হবে টাঙ্গাইল।

তারা আরও বলেন, টুকু প্রতিনিয়ত এলাকার মানুষের সাথে কথা বলছেন, তাদের সমস্যার কথা শুনে সাধ্যমতো সমাধানের চেষ্টা করছেন। স্থানীয় গরীব ও হতদরিদ্র পরিবারের জন্য সাধ্যমতো সহযোগিতা করছেন। জনকল্যাণমুখী বেশকিছু কর্মসূচি পালন করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে অতীব প্রয়োজনীয় কিছু পন্য উপহার হিসেবে দিয়ে তাদেরকে নিজ নিজ ক্ষেত্রে সফল হতে অনুপ্রাণিত করছেন।

এদিকে, আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ "টাঙ্গাইল সদর" এর উদ্যোগে আয়োজিত ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় শিশুদের হাতে পুরুস্কার তুলে দেন সুলতান সালাউদ্দিন টুকু।

এরপর, একই দিনে ইমারত খাঁন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের আব্দুল্লাহ পাড়া গ্রামে আয়োজিত ৫ম ওয়াজ মাহফিলেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার-সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। ধর্মীয় এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামী বক্তাদের সাথে মতবিনিময় করেন টুকু।

একই দিনে টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা ইউনিয়নের দারুল কোরআন ইসলামিয়া এতিমখানা ও হাফিজয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ২২তম বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার- সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। এই অনুষ্ঠানে আগত বিশিষ্ট ইসলামী বক্তাগন ও অন্যান্য অতিথিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নিজ এলাকার মানুষের জন্য দোয়া প্রার্থনা করেন টুকু।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রতিটি মানুষের কাছে ৩১ দফার লিফলেট বিতরণ করছেন। টুকু টাঙ্গাইলের মানুষের কাছে নন্দিত একজন মানুষ। তাঁর নেতৃত্বে টাঙ্গাইল-৫ আসনের অবহেলিত জনগোষ্ঠী এগিয়ে যাচ্ছে।

এই প্রতিবেদকের মাধ্যমে দলমত নির্বিশেষে টাঙ্গাইল সদর উপজেলার আপামর জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন যে, দলীয় হাইকমান্ডের প্রতি একনিষ্ঠ আনুগত্য, দেশ ও দলের জন্য ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, পারিবারিক ঐতিহ্য, সামাজিক অবস্থান বিবেচনায় নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে এলাকার কৃতি সন্তান এবং সম্ভাবনাময় ও উদীয়মান রাজনীতিবিদ সুলতান সালাউদ্দিন টুকুকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে ধানের শীষ প্রতীকে ভোটে জয়ী হওয়ার সুযোগ করে দিবেন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81