11/17/2025
সামিউর রহমান লিপু | Published: 2025-11-16 22:15:20
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকার বাইরে সারা দেশেই চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। সবার মুখে শুধু নির্বাচনী আলোচনা। নির্বাচনী প্রচারের এই উত্তাপ বিভাগ, জেলা, উপজেলা ছাড়িয়ে রাজধানী ঢাকাতেও এসে পড়েছে।
দীর্ঘদিন পর ঢাকার বিভিন্ন আসনের অলিগলিতে, পাড়া-মহল্লায়, চায়ের দোকানে চলছে ভোট নিয়ে বাকযুদ্ধ। এবারের জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির সদ্য ঘোষিত প্রার্থী তালিকা কেমন হলো, ঢাকার প্রার্থীদের মধ্যে প্রচারণায় কে এগিয়ে, কে পিছিয়ে; কার কি ভুলত্রুটি এসব নিয়ে চলছে ভোটারদের চুলচেরা বিশ্লেষণ।
এরই অংশ হিসেবে ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুমের গণসংযোগকে কেন্দ্র করে নির্বাচনী আসনের প্রতিটি এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিদিনই ঢাকা-১১ আসনের আওতাধীন প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটে চলছে পরিচিতি সভা, মতবিনিময় সভা, গণসংযোগ, লিফলেট বিতরণ কর্মসূচি ইত্যাদি। রাজনৈতিক কর্মসূচির বাইরেও ড. এম এ কাইয়ুম নিজ উদ্যোগে সামাজিক কর্মসূচিও পালন করছেন।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১৬ নভেম্বর) ২৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রকাশিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও ড. এম এ কাইয়ুমের জন্য নির্বাচনী গণসংযোগ করেছে রামপুরা থানা বিএনপি।
রামপুরা থানা বিএনপির আহবায়ক হেলাল কবির হেলুর নেতৃত্বে নির্বাচনী গণসংযোগে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন এই কর্মসূচিকে করে তোলে উৎসবমুখর।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামপুরা থানা বিএনপির যুগ্ন আহবায়ক নিলুফার ইয়াসমিন নিলু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রামপুরা থানা বিএনপির সদ্যবিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, সদস্য শোয়েব জয়, মাহাবুব ও আকরাম।
তারা তালতলা থেকে শুরু করে নূরবাগ, মেম্বারের আগার হয়ে ঝিলপাড়ে র্যাব ক্যাম্প পর্যন্ত লিফলেট বিতরণ করেন এবং এলাকাবাসীর সাথে গণসংযোগ করেন।
এসময় তাদের সাথে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদের সাথে রামপুরা থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মো: জাকির, রামপুরা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান টিটু, রামপুরা থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহান সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রামপুরা থানা ছাত্রদলের বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নির্বাচনী প্রচারণা ও আচরণবিধির নীতিমালা এবং বিধিনিষেধ প্রসঙ্গে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন হেলাল কবির হেলু।
এসময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র গঠনে আমরা কাজ করে যাচ্ছি। ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ। আল্লাহ পাকের অশেষ রহমতে আজ বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা সবাইকে ধরে রাখতে হবে। ফাঁকা মাঠ মনে করে কেউ বেপরোয়া মনোভাব পোষণ করবেন না।
তিনি বলেন, রাষ্ট্রের মালিক হচ্ছে দেশের জনগন। আমরা হচ্ছি সেই মালিকের প্রজা। আমরা রাজনীতি করি দেশ ও দশের জন্য। আপনারা হচ্ছেন সেই কর্মী যাদের আচরণ ও কার্যক্রম দেখে ভোটাররা নিজের পছন্দনীয় দল ও ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। তাদের এই মূল্যবান ভোটাধিকার প্রয়োগে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না এবং কাউকে করতেও দিবেন না। মনে রাখবেন, অহংকার পতনের মূল। এই অহংকার আর দাম্ভিকতার কারনে অতীতে অনেকের পতন হয়েছে। তাই সবাইকে বলি, আপনারা বিনয়ী হন৷
নির্বাচনকে ঘিরে তারেক রহমানের দেয়া নির্দেশনার কথা মনে করিয়ে দিয়ে হেলাল কবির হেলু বলেন, কেউ কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজি করবেন না। সামনে কঠিন এক নির্বাচন। ব্যক্তিস্বার্থ হাসিল করতে যেয়ে যারা দলে বিভেদ সৃষ্টি করছেন তারা সাবধান হয়ে যান। এরকম যারা করছেন; এখনও সময় আছে, শুধরে যান। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ড. এম এ কাইয়ুমকে বিপুল ভোটে জয়ী করে আসন্ন নির্বাচনী বৈতরণী পার হতে হবে।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ জনগন তাদের খেদমত করার জন্য বিএনপির প্রার্থী হিসেবে ড. এম এ কাইয়ুমকে ভোট দিয়ে জয়যুক্ত করলে ক্ষমতায় এসে সবাই মিলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ঢাকা-১১ গড়ে তুলবো।
ঢাকা-১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুমের জন্য নির্বাচনী প্রচারণা কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে রামপুরা থানা বিএনপির যুগ্ন আহবায়ক নিলুফার ইয়াসমিন নিলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে আগামী দিনে সংস্কার হলে যে সংবিধান হবে, তাতে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে। আর কোনো স্বৈরশাসক জনগণের ভোটাধিকার হরণ করতে পারবে না।”
তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার ফিরে পেয়ে মানুষ আবারও ধানের শীষের পক্ষেই রাস্তায় নেমেছে। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখনই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে আবারও কাজ করতে চাই। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, মানুষ অতীতে বিএনপির সময় নাগরিক সেবা পেয়েছে। গ্যাস, পানি, বিদ্যুৎসহ মৌলিক সুবিধা নিশ্চিতে জনগণ আবারও বিএনপির ওপর আস্থা রাখতে চায়।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81