11/26/2025
কূটনৈতিক প্রতিবেদক | Published: 2025-11-25 19:36:21
সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) মধ্যে অংশীদারত্ব গঠনের আনুষ্ঠানিক রূপরেখা প্রস্তাব করেছে ইসলামাবাদ।
সোমবার লন্ডনে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী এই প্রস্তাব তুলে ধরেন।
আইএমও–এর (ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন) ৩৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সাখাওয়াত হোসেন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রস্তাবে দুই দেশের মধ্যে সমন্বিত অংশীদারত্বের একটি বিস্তৃত পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
এর মধ্যে রয়েছে—
> কনটেইনার ও বাল্ক শিপিং সেবায় যৌথ উদ্যোগ
> কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি
> সামুদ্রিক নিরাপত্তা উন্নয়ন
>নাবিকদের দক্ষতা বৃদ্ধিতে যৌথ প্রশিক্ষণ
> পারস্পরিক বন্দর-কল সুবিধা
> কূটনৈতিক ও প্রযুক্তিগত সম্পৃক্ততা জোরদার
জুনাইদ আনোয়ার জানান, আইএমও ও আইএলওসহ আঞ্চলিক সামুদ্রিক প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতামূলক কাঠামো গড়ে তোলাই তাদের বৃহত্তর লক্ষ্য।
তিনি করাচি বন্দর কর্তৃপক্ষের ক্রমবর্ধমান সক্ষমতা, আধুনিকীকরণ উদ্যোগ এবং উন্নত টার্নঅ্যারাউন্ড সময়ের কথাও তুলে ধরেন।
পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রীর মতে, বন্দরভিত্তিক ঘনিষ্ঠ সহযোগিতা সরবরাহ–ব্যবস্থার চ্যালেঞ্জ কমাতে, আঞ্চলিক বাধা দূর করতে এবং দক্ষিণ এশিয়াজুড়ে বাণিজ্যিক একত্রীকরণের নতুন সুযোগ তৈরি করতে পারে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81