31028

01/15/2026

দুর্নীতি রুখতে ‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালুর ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

S M Fatin Shadab | Published: 2026-01-15 14:54:35

সারাদেশে ছড়িয়ে পড়া চাঁদাবাজি ও দুর্নীতির লাগাম টানতে ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) নামে একটি বিশেষ ওয়েবসাইট এবং জাতীয় হটলাইন চালু করার ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে তার দেওয়া এই সংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অপরাধীদের মুখোশ উন্মোচন করা সম্ভব হবে এবং সাধারণ মানুষ নির্ভয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে।

ভাইরাল হওয়া ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলতে শোনা যায় যে, তারা একটি বিশেষ ডেটাবেজ তৈরি করছেন যেখানে নাগরিকরা বিভিন্ন স্থানে সক্রিয় চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে নথিপত্র বা প্রমাণের ভিত্তিতে অভিযোগ জানাতে পারবেন।


তিনি আশ্বস্ত করেছেন যে, যারা এসব স্পর্শকাতর তথ্য দেবেন, তাদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এই প্রক্রিয়ায় অপরাধীদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহের পর সেগুলো সংশ্লিষ্ট ব্যক্তির সামনে উপস্থাপন করে তাকে রাজনৈতিকভাবে বয়কট করার হুঁশিয়ারি দেন তিনি। তার ভাষায়, ‘আমরা একগাদা প্রমাণ নিয়ে ওদের (চাঁদাবাজদের) মুখের ওপর গিয়ে বলবো—এই হলো প্রমাণ, আপনি এখন রাজনীতি ছেড়ে দেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানিয়েছেন যে, অতি শীঘ্রই এই জাতীয় হটলাইন এবং ওয়েবসাইটটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করাই তার মূল লক্ষ্য।

বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর চলমান চাঁদাবাজির উৎপাত বন্ধ করতে তিনি এই প্রযুক্তিগত সমাধানের কথা চিন্তা করেছেন। তার এই পরিকল্পনা সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি রাজনৈতিক মহলে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

ঢাকা-৮ আসনের এই প্রার্থী মনে করেন, কেবল মৌখিক প্রতিবাদে চাঁদাবাজি বন্ধ হবে না; বরং প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নিলে অপরাধীরা কোণঠাসা হবে। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি এই উদ্যোগের কথা প্রচার করছেন এবং জয়ী হলে বা না হলেও নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে এই সেবা সচল রাখার অঙ্গীকার করেছেন।

প্রযুক্তি ও জনসচেতনতাকে কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই ‘চাঁদাবাজ ডটকম’ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81