01/18/2026
S M Fatin Shadab | Published: 2026-01-18 13:46:37
সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তবে এরই মাঝে লা লিগায় দুর্দান্ত এক জয় পেয়েছে লস ব্লাঙ্কোরা। শনিবার (১৮ জানুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দলের এমন জয়ের রাতে অনন্য এক কীর্তি গড়েছে কিলিয়ান এমবাপ্পে।
লেভান্তর বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোলের দেখা পান এমবাপ্পে। এর মাধ্যমে লা লিগায় ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন এই ফরাসি তারকা। এই মাইলফলক স্পর্শ করতে ৫৩টি ম্যাচ খেলতে হয়েছে তাকে। এতেই চলতি শতকে লা লিগার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েছেন এমবাপ্পে।
লেভান্তের বিপক্ষে সফল স্পটকিকে কীর্তিতে নাম লেখান এমবাপ্পে। ফাইল ছবি (এপি)
চলতি শতাব্দীতে লা লিগায় দ্রুততম ৫০ গোল স্পর্শ করার তালিকায় এমবাপ্পের ওপরে আছেন কেবল রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দিয়ে মাত্র ৫১ ম্যাচেই ৫০ গোল করেছিলেন রোনালদো।
তবে চলতি শতাব্দী বাদ দিলে লা লিগার ইতিহাসে দ্রুততম ৫০ গোলের রেকর্ডটি দখল করে আছেন স্প্যানিশ কিংবদন্তি ইসিদ্রো ল্যাঙ্গারা। ১৯৩৪-৩৫ মৌসুমে ওভেইদোর হয়ে মাত্র ৩৭ ম্যাচে রেকর্ডটি গড়েন তিনি।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81