31117

01/20/2026

টাঙ্গাইলে বিএনপি প্রার্থী টুকুর সমর্থকদের উপর হামলা, আহত ৬

শাহীন আবদুল বারী | Published: 2026-01-19 21:11:03

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের উপর হামলা করেছে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকরা। হামলায় যুবদল নেতাসহ ২ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল পৌর শহরের শান্তিকুঞ্জ মোড়ে ফরহাদ ইকবালের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, হামলার জের ধরে বর্তমানে টাঙ্গাইল পৌর শহরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

স্থানীয়রা জানান, বিকালে সুলতান সালাউদ্দিন টুকুর ১০-১২ জন সমর্থক প্রোগ্রামের দাওয়াত দিতে বের হন। ফেরার পথে তারা শান্তিকুঞ্জ মোড়ের একটি চা স্টলে বসে চা খাচ্ছিলেন। এসময় হঠাৎ ফরহাদ ইকবাল নিজে উপস্থিত হয়ে তার সমর্থকদের উসকে দেন। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ফরহাদ ইকবাল তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। উপস্থিত লোকজন ফরহাদকে বারণ করার চেষ্টা করে।

ফরহাদ ইকবাল ও তার সন্ত্রাসী বাহিনীর দেশীয় অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি সাব্বির আহমেদ সাদিসহ অন্তত ৬ জন আহত হন। আহতদের মধ্যে দুইজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় এক ব্যক্তির মাথায় দেড় ডজন সেলাই দেওয়া হয়েছে। আরেক জনের পা ভেঙে গেছে এবং দুইজনের হাতের রগ কেটে গেছে।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু অভিযোগ করেছেন, পুলিশের এক এসআইকে সঙ্গে নিয়ে ফরহাদ ইকবাল এই হামলার ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, আমরা এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এই বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, কর্মীদের উপর হামলার খবর শুনে দ্রুত হাসপাতালে ছুটে যান সুলতান সালাউদ্দিন টুকু। এসময় টুকু গণমাধ্যমকে বলেন, ফরহাদ ইকবাল নিজে থেকে আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে। ধানের শীষের গণজোয়ার দেখে ফরহাদ ঈর্ষান্বিত হয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, হামলার বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পুলিশ যাওয়ার আগেই এই হামলার ঘটনা ঘটে। এখনও আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81