01/22/2026
শাহীন আবদুল বারী | Published: 2026-01-21 21:26:50
দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য যে, সংশ্লিষ্ট আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তবে মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
এর আগে, গত সোমবার (১৯ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল পৌর শহরের শান্তিকুঞ্জ মোড়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের উপর হামলা চালায় বিএনপিরই বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকরা। হামলায় যুবদল নেতাসহ ৬ জন গুরুতর আহত হয়।
ফরহাদ ইকবালের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। এই হামলায় এক ব্যক্তির মাথায় দেড় ডজন সেলাই দেওয়া হয়েছে। আরেক জনের পা ভেঙে গেছে এবং দুইজনের হাতের রগ কেটে গেছে। এই ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, হামলার জের ধরে বর্তমানে টাঙ্গাইল পৌর শহরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
দলীয় সূত্র মতে, দীর্ঘ ১৩ বছর পর ২০২২ সালের ১ নভেম্বর টাঙ্গাইল জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এরপর থেকে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
টাঙ্গাইলের ত্যাগী নেতাকর্মীরা জানান, ফরহাদ ইকবাল দলীয় পদ-পদবি বিক্রি করে মোটা টাকা বাণিজ্য করেছেন। তিনি আওয়ামী লীগ নেতা ফারুক সহ অসংখ্য নেতাকে পালানোর সুযোগ করে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81