01/26/2026
S M Fatin Shadab | Published: 2026-01-26 15:56:05
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটের অধিকার জনগণকেই পাহারা দিয়ে রক্ষা করতে হবে। বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার ডামি ও নিশিরাতের নির্বাচন করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সেই অধিকার ১২ ফেব্রুয়ারি আদায় করতে হবে।
রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুর মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। এই দেশ ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নেই। হাজার হাজার মানুষের এই উপস্থিতিই প্রমাণ করে জনগণের শক্তি কতটা অপ্রতিরোধ্য। সেই শক্তি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন দেখাতে হবে।
তিনি বলেন, আপনারা আজ রাত দুইটা পর্যন্ত অপেক্ষা করে এখানে এসেছেন। এই যে জনস্রোত, এই শক্তি ভোটের দিন কাজে লাগাতে হবে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রতিটি কেন্দ্রে ভোটের বাক্স পাহারা দিতে হবে। জনগণ একদিন কষ্ট করলে বিএনপি আগামী পাঁচ বছরে দেশের জন্য যে পরিকল্পনা করেছে তা বাস্তবায়ন করা সম্ভব হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে বিএনপিকে ভোট দেওয়ার যে প্রস্তুতি দেখা যাচ্ছে, তাতে একটি দলের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ শেষে সবাই ভোটকেন্দ্রে যাবেন। মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের ভাই-বোনেরাও কেন্দ্রে যাবেন। সবাই লাইন ধরে ভোট দিয়ে সারাদিন ভোটকেন্দ্র পাহারা দেবেন।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, গত ১৭ বছরে দখল, লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসে সাধারণ মানুষ চরম নির্যাতনের শিকার হয়েছে। সন্ত্রাস, দুর্নীতি ও নির্যাতন যে দলেরই হোক—কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি সরকার গঠন করতে পারলে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তারেক রহমান বলেন, অসহায় ও দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। শিক্ষিত যুবকদের জন্য প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড এবং ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। দেশের মানুষ ও মা-বোনেরা যেন নিরাপদে রাস্তায় চলাচল করতে পারেন, সেই পরিবেশ আমরা গড়ে তুলব।
জনসভায় তারেক রহমান নারায়ণগঞ্জের পাঁচটি আসনের বিএনপি ও জোট মনোনীত এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদেরকে নির্বাচিত করার আহ্বান জানান। তারা হলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী খেজুর গাছ প্রতীকের মনির হোসাইন কাসেমী, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মুস্তাফিজুর রহমান দিপু। তিনি বলেন, এই পাঁচজনকে আপনাদের জিম্মায় দিয়ে গেলাম। আগামী ১২ তারিখে নির্বাচনে আপনারা তাদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি। নির্বাচিত করে তাদের এলাকার উন্নয়নের জন্য জবাবদিহির মধ্যে রাখবেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81