31320

01/28/2026

সুইডেনে বৃহত্তর নোয়াখালী সমাজের ১ম ইনস্টলেশন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত

S M Fatin Shadab | Published: 2026-01-27 21:36:19

 

সুইডেনে বৃহত্তর নোয়াখালী সমাজের ১ম ইনস্টলেশন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত 

স্টকহোম, সুইডেন — প্রবাসে বসবাসরত নোয়াখালীবাসীদের ঐক্য, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে Greater Noakhali Society Sweden–এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের ১ম ইনস্টলেশন প্রোগ্রাম অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে, প্রায় এক মাস আগে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে Dr. Mohiuddin Gazi সভাপতি, AKM Shajahan সাধারণ সম্পাদক এবং Rahat Anik অর্থ সম্পাদক (Finance Secretary) হিসেবে নির্বাচিত হন। তাঁদের নেতৃত্বেই পরবর্তীতে সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এই ইনস্টলেশন প্রোগ্রামের মাধ্যমে নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, নির্বাচন কমিশনের সদস্যরা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে প্রবাসে নোয়াখালীবাসীদের ঐক্য ও সৌহার্দ্যের এক প্রাণবন্ত চিত্র ফুটে ওঠে।

ইনস্টলেশন পর্ব শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কার্যক্রমের শুভ সূচনা করা হয়। পাশাপাশি শিশুদের জন্য বিশেষ কার্যক্রম, র‍্যাফেল ড্র এবং সামাজিক আড্ডার আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

সভাপতির বক্তব্য
সভাপতি Dr. Mohiuddin Gazi তাঁর বক্তব্যে বলেন,
“এক মাস আগে নির্বাচনের মাধ্যমে যে দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে, তা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে আমরা সংগঠনকে একটি সুসংগঠিত ও কার্যকর কাঠামোর মধ্যে নিয়ে এসেছি। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য ও স্বচ্ছতার ভিত্তিতে Greater Noakhali Society Sweden–কে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”

সাধারণ সম্পাদকের বক্তব্য
সাধারণ সম্পাদক AKM Shajahan বলেন,
“নির্বাচনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে আমরা কাজ শুরু করেছি। এই ইনস্টলেশন প্রোগ্রাম সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব হবে—এই প্রত্যাশা আমাদের।”

অর্থ সম্পাদকের বক্তব্য
অর্থ সম্পাদক Rahat Anik বলেন,
“নতুন কমিটি গঠনের পর থেকেই আমরা আর্থিক ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও স্বচ্ছ করার ওপর গুরুত্ব দিয়েছি। সদস্যদের আস্থাই আমাদের প্রধান শক্তি। পরিকল্পিত বাজেট ও নিয়মিত হিসাব উপস্থাপনের মাধ্যমে সংগঠনের আর্থিক ভিত্তি আরও মজবুত করা হবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকল অতিথিদের নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার, মিষ্টান্ন এবং পান-সুপারি পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়। নোয়াখালীর স্বাদ ও আতিথেয়তায় অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং এই আয়োজনকে স্মরণীয় বলে অভিহিত করেন।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল অতিথি, সদস্য, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত ও পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে Greater Noakhali Society Sweden ভবিষ্যতে প্রবাসে নোয়াখালীবাসীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81