28797

07/09/2025

রাজবাড়ীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

নেহাল আহমেদ, রাজবাড়ী | Published: 2025-07-08 19:40:41

রাজবাড়ীতে আজ “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য ধারণ করে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫এর উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার (৮ জুলাই) সকালে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের উদ্যোগে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বনবিভাগ) মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন এস. এম. মাসুদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, জেলা সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক।

এসময় বক্তারা বলেন, পৃথিবী ধ্বংসের জন্য আজ আমরাই যারা এই পৃথিবীতে বসবাস করি তারাই দায়ী। আমাদের কারণে আজ পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়েছে। আমাদের দেশে যে পরিমান বনভূমি থাকা দরকার তা নেই। পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি ঘনবসতি পূর্ণ দেশ। এই দেশে বন বনাঞ্চল বাড়ানোর কোন উপায় নেই। এই কারণে সরকারি উদ্যোগে সামাজিক বনায়ন বাড়ানোর চেষ্টা চলছে।

তারা আরও বলেন, আমাদের দেশে বাড়িঘর, ফাঁকা মাঠের চারপাশে, বিভিন্ন সরকারি রাস্তার দুই ধারে, অফিস আদালতের চার পাশে ফাঁকা জায়গায় সামাজিক ভাবে বনায়ন গড়ে তুলতে হবে। আর এজন্য বন বিভাগের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে মানুষকে সচেতন ও গাছের চারা রোপণে উৎসাহী করতে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। সামাজিক বনায়নের ধারা চালু রাখতে এই ধরণের কর্মসূচি চলমান থাকবে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদিক্ষণ করে শহরের আজাদী ময়দানে বৃক্ষমেলায় এসে শেষ হয়।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81