29214

08/16/2025

মিরপুরে যুবলীগের ২ সদস্য গ্রেফতার

বিশেষ প্রতিবেদক | Published: 2025-08-15 20:34:26

নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। আজ ১৫ আগস্ট ভোর রাতে মিরপুর ১০ নং ফলপট্টি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ রোমন এর নেতৃত্বে থানা এলাকায় ডিউটিরত কিলো ৭১, লিমা ৭১, হোন্ডা মোবাইল ৭১ পার্টি একত্রে অভিযান চালিয়ে মিরপুর ১০ বাউন্ডারি রোডের ৮৯ নম্বর 'ভিলা ম্যাগনোলিয়' ভবনের সামনে থেকে রাত ৪টা ২০ মিনিটে মোঃ বাচ্চু (৪০), ও হৃদয় পারভেজ টিটু (৩৩) কে আটক করা হয়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন জানান, 'কিছু সংখ্যক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে বলে জানার পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করি।'

এ সময় তাদের কাছ থেকে একটি লোহার রড, একটি চাপাতি, একটি কাঠের লাঠি, দুইটি লোহার পাইপ, একটি অবিস্ফোরিত ককটেল ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ১০ টি পোস্টার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাশকতা তৈরীর উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।

স্থানীয় যুবলীগের রাসেদ (৩৫), রাকিব (৩২), হুমায়ুন শুটার (৩২), নূর হোসেন শুটার (৪০), ছোট কামরুল (৩৪), মাছ ব্যবসায়ী লোকমান (৪৫), সজল (৩৫), কালা মিন্টু (৪৫) সহ আরো ১০-১২ জন তাদের সাথে ছিল বলে জানায় গ্রেফতারকৃতরা।

এই বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন প্রতিবেদককে জানান, অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81