29215

08/16/2025

বেনাপোল কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক | Published: 2025-08-15 20:48:58

সম্প্রতি একযোগে দেশের বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের ৭৩ জন উপকমিশনার ও ৮৭ জন সহকারী কমিশনারকে দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

যশোরের বেনাপোল কাস্টমসের উপকমিশনার ও সহকারী কমিশনার পদেও বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১-র সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়।

বেনাপোল কাস্টম হাউসের উপকমিশনার মির্জা রাফেজা সুলতানাকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায় বদলি করা হয়েছে। তার স্থলে এখনো কাউকে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি।

বেনাপোল সহকারী কমিশনার প্রকাশ দে কে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটে, রাজন হোসেনকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরে, সাজিদ মাহমুদ কৌশিককে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায়, আবু সালেহ আব্দুন নূরকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট চট্টগ্রামে, আসিবুল হককে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) এবং দয়াল রায়কে মূল্য সংযোজন কর নিরীক্ষা (গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর) ঢাকায় বদলি করা হয়েছে।

এই ৬ জন সহকারী কমিশনারের বিপরীতে বিভিন্ন স্থান থেকে বেনাপোল কাস্টমস হাউজে নতুন ৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এদের মধ্যে উপকমিশনারদের ১৪ আগস্ট ও সহকারী কমিশনারদের ২১ আগস্টের মধ্যে বদলীকৃত স্থানে যোগদান করতে বলা হয়েছে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81