09/06/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2025-09-05 20:19:03
রাজধানীর মিরপুর এলাকায় অস্ত্র গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।
আটককৃতদের কাছ থেকে একটি শর্টগান একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ড অ্যান্ড বোল্ড ক্যারিয়ার, দুইটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড, দুইটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের সেকশন-২ এলাকায় ২ এর ই ব্লকে ৪নং রোডে অভিযান৪ চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর মডেল থানার এসআই আতাউল গনি ওসমানী এই প্রতিবেদককে বলেন, আসামীদের গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদেরকে তল্লাশী করার উদ্দেশ্যে দাঁড়াতে বলে। তখন তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদেরকে দৌড়ে ধরে ফেলে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন জানান, গ্রেফতারকৃতরা পলাতক আসামি নাসিরের সঙ্গে যোগসাজশে অবৈধভাবে অস্ত্র ও কার্তুজ ক্রয়-বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখে ছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত দু'জনই পেশাদার ছিনতাইকারী। তারা রাতে ছিনতাই করে থাকে। তাদের অন্য সহযোগীদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81