10/23/2025
বিশেষ প্রতিবেদক | Published: 2025-10-22 12:42:35
আশুলিয়া থানা বিএনপির নেতা ও জাতীয়তাবাদী তাঁতীদলের আশুলিয়া থানা শাখার ১নং সহ-সভাপতি মোহাম্মদ বকুল ভূঁইয়া অভিযোগ করেছেন, স্থানীয় সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবুর ভাই দেওয়ান মইনুদ্দিন বিপ্লব তার পরিবারকে ভয়ভীতি, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে আসছেন।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বকুল ভূঁইয়া বলেন, ২০০৯ সালে তিনি ইস্টার্ন হাউজিংয়ের এলওডি মালিকের কাছ থেকে জমি ক্রয় করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় প্রভাবশালী একটি চক্র তার জমি দখল করে নেয়। পরবর্তীতে মালিকের কাছ থেকে নতুন করে টাকা দিয়ে জমিটি বুঝে নেওয়ার পর থেকেই বিপ্লব ও তার অনুসারীরা তাকে নানা হুমকি দিচ্ছেন।
বকুল ভূঁইয়া অভিযোগ করেন, দেওয়ান মইনুদ্দিন বিপ্লব তার ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে একাধিকবার প্রাণনাশের হুমকি দেন। তিনি বলেন, বিপ্লব সরাসরি আমাকে বলেছে— তোমার ছেলেকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাব।
তিনি আরও বলেন, বিপ্লব আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, এমনকি আইজিপির নাম ব্যবহার করেও ভয় দেখিয়েছে।
তিনি আরও জানান, বিপ্লবের হুমকির কারণে তার ছেলে রনি বর্তমানে আশুলিয়ায় ফিরতে পারছেন না। এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
বকুল ভূঁইয়ার অভিযোগ, সাবেক এমপির পরিবার রাজনৈতিক আক্রোশ থেকেই তাদের ওপর এই নির্যাতন চালাচ্ছে। “আমরা বিএনপি করি—এটাই আমাদের একমাত্র অপরাধ। শেখ হাসিনার আমলেও নির্যাতিত হয়েছি, এখনো তারই দলের সাবেক এমপি পরিবারের হাতে হয়রানির শিকার হচ্ছি,” বলেন তিনি।
এছাড়া তিনি দাবি করেন, দেওয়ান মইনুদ্দিন বিপ্লব তার ব্যবসা দখলেরও চেষ্টা চালিয়েছেন এবং প্রকাশ্যে বলেছেন, টাকা না দিলে ব্যবসা করতে দেব না।
তার ভাষায়, 'বিপ্লবের লোকজন একাধিকবার আমাদের ফ্যাক্টরিতে অস্থিরতা সৃষ্টি করেছে এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেছে। এমনকি দুইবার মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাদের বাড়িতে সেনাবাহিনী পাঠানো হয়, যদিও তারা এসে কিছুই পায়নি।'
রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় তিনি ও তার পরিবার মাঠে থেকে বিএনপির কর্মসূচিতে অংশ নেন, কিন্তু সাবেক এমপি সালাউদ্দিন বাবু ও তার ভাইকে তখন আন্দোলনে দেখা যায়নি।
'শেখ হাসিনার পতনের পর থেকে তারা হঠাৎ ফেসবুকে সক্রিয় হয়ে নানা অপপ্রচার শুরু করেছেন,' বলেন বকুল ভূঁইয়া।
সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, 'আপনারা সত্যের পাশে থাকুন, নিরপেক্ষভাবে আমাদের পরিবারের ওপর হওয়া অন্যায় নির্যাতন তুলে ধরুন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81