29907

10/27/2025

বিএনপির প্রচার সম্পাদক টুকুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা, থানায় জিডি

শাহীন আবদুল বারী | Published: 2025-10-27 14:43:12

সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক অপপ্রচার ও কুৎসা রটানোর বিষয়ে থানায় সাধারন ডায়েরি করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

অজ্ঞাত এক নারীকে একটি হত্যা মামলার বাদী সাজিয়ে শেখানো বক্তব্য রেকর্ড করে রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এই ঘটনায় টুকু সমর্থকদের মাঝে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নেতাকর্মীদের দাবি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ইতিপূর্বেও স্বার্থান্বেষী মহল একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটনা চালায়। তিনি জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে কাজ করছেন। এই ব্যাপারে রাতেই টুকু টাঙ্গাইল সদর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

এতে তিনি উল্লেখ করেন, রোববার দিবাগত রাত তিনটার দিকে শহরের আকুর টাকুর পাড়ায় নিজ বাসায় অবস্থানকালীন সময়ে তার হোয়াইটস এ্যাপে একটি অডিও বার্তা আসে। এতে দেখা যায়, দৈনিক বাংলা সময়ের সাংবাদিক পরিচয়ধারী জসিম হত্যার কথিত বাদীকে উদ্দেশ্যমুলকভাবে জিজ্ঞাসাবাদ করে টুকুর বিরুদ্ধে মিথ্যা তথ্য আদায় করে একটি অডিও রেকর্ড করা হয়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়।

সম্পূর্ণ রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি করা হয়। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে এই ব্যপারে নিয়মিত মামলা করা হবে বলে সাধারন ডায়েরিতে উল্লেখ করেন সুলতান সালাউদ্দিন টুকু।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81