10/30/2025
সামিউর রহমান লিপু | Published: 2025-10-30 09:12:05
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই তিন সপ্তাহের জন্য যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছেন।
গতকাল ২৯শে অক্টোবর এমিরেটস এয়ারলাইন্স এর ইকে-৫৮৬ ফ্লাইটে লন্ডন থেকে দুবাই হয়ে বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান।
বিমানবন্দরে ড. ফয়েজকে অভ্যর্থনা জানান 'দি ফিনান্স টুডে'র নিবার্হী সম্পাদক ও কলামিস্ট শাহীন আবদুল বারী। এসময় সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা কাজল, 'দি ফিন্যান্স টুডে'র বিশেষ প্রতিনিধি সামিউর রহমানসহ বিএনপির সিলেট অঞ্চলের কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
দলীয় এবং সিলেট-৩ আসনে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এবং নেতাকর্মীদের প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ বার্তা নিয়ে তিনি দেশে এসেছেন বলে জানা গেছে। তাঁর আগমনে সিলেট-৩ আসনের ভোটার ও সর্বস্তরের জনগণ তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আন্তরিক আলাপচারিতায় ড. ফয়েজ উদ্দিন এমবিই বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তারেক রহমানের প্রধান লক্ষ্য 'সবার আগে বাংলাদেশ'। তাই দেশ গঠনে ও বৃহত্তর স্বার্থে ঐক্যের বিকল্প নাই।"
তিনি বলেন, "তারেক রহমান কার্যত এই মুহুর্তে বিএনপির সর্বোচ্চ নেতা। নির্বাসনে থাকলেও তাঁর একক নেতৃত্বেই পরিচালিত হচ্ছে বিএনপি। তিনি দলের জন্য যে শ্রম দিয়ে চলেছেন সেটি অভাবনীয়।"
পুরো বিএনপি তারেক রহমানের টীম হলেও তাঁর নিজস্ব কিছু উইং রয়েছে। এসব উইং দলের বিভিন্ন স্তরে তারেক রহমান কর্তৃক নির্দেশিত ও অর্পিত দায়িত্ব পালন করে থাকে। এই কাজের সাথে জড়িতরা তারেক রহমানের একান্ত অনুগত, বিশ্বস্ত ও নিবেদিতপ্রান।
সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটি গণমাধ্যম কর্তৃক পরিচালিত এক বিশেষ অনুসন্ধানে জানা গেছে, এই উইংয়ে জড়িত কতিপয় ব্যক্তি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে নানা ধরনের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছেন। অনেকের ভাব এমন যে, দিনে কয়েকবার তারেক রহমানের সাথে তাদের কথা হয়।
মূলত তারেক রহমান চাচ্ছেন, বাংলাদেশে আগামী দিনের রাজনীতিতে গুনগত পরিবর্তন আনতে। তাকে সঠিক তথ্য দিয়ে এবং নির্মোহ দৃষ্টিতে সৎভাবে যারা সহায়তা করছেন তারাই হবেন তারেক রহমানের সবচেয়ে কাছের মানুষ।
অতীতে যারা মিথ্যা প্রচারণার মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতির সিপাহসালার তারেক রহমানের ইমেজ প্রশ্নবিদ্ধ করেছেন তাদের সঙ্ঘবদ্ধ প্রচেষ্টা আর সফল হবে না। আগামী দিনগুলোতে "ভাইয়ার ইচ্ছা" বলে নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিল করার অনৈতিক প্রচেষ্টা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তারেক রহমান।
উল্লেখ্য, বিভিন্ন মহল থেকে তারেক রহমানের কাছে বার্তা এসেছে যে, দলের কেউ কেউ তার নাম বিক্রি করে চলেছেন। এজন্যই তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে স্পষ্ট করে বলেছেন "আমার নাম নিয়ে নির্দেশ চালিয়ে দিয়েন না"। বিএনপির বিভিন্ন স্তরে পর্যবেক্ষণ করেই তিনি নিশ্চিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এই মেসেজ দিয়েছেন।
বিশিষ্ট কলামিস্ট, মানবাধিকার সংগঠক, আন্তর্জাতিক গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক এবং যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিন এমবিই দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির পক্ষে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন: সিলেট-৩ আসনে বড় ভাইয়ের প্রতিচ্ছবি ড. ফয়েজ উদ্দিন
তিনি পতিত স্বৈরশাসকের আমলে বাংলাদেশে বিরোধী মত দমন, মানবাধিকার লংঘন, গুম-খুন সহ নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব, ব্রিটিশ প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নিকট শতশত চিঠি লিখেছিলেন।
বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেলহাজতে থাকাকালীন সময়ে ড. ফয়েজ দেশনেত্রীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার বিষয়ে বিশ্ব দরবারে শতশত চিঠি লিখে জানান দিয়েছেন। যেটি অন্য কারো পক্ষে সম্ভব হয়নি।।
বিএনপির দুঃসময়ে চরম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এই মূল্যবান কাজে দায়িত্ব পালনের কারণে বিগত ১৭টি বছর ড. ফয়েজ মাতৃভূমিতে ফিরতে পারেননি। সব কিছুর ঊর্ধ্বে, দলের স্বার্থে কাজ করতে গিয়ে কাটিয়েছেন নির্ঘুম রাত। পরিবার পরিজনের চেয়ে দলকে গুরুত্ব দিয়েছেন। সম্মান দেখিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
ড. ফয়েজ উদ্দিন এমবিই'র বড় ভাই অধ্যাপক ডা. মো: আলাউদ্দিন সিলেটবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। বড় ভাইয়ের আদর্শকেই বুকে লালন করেছেন ড. ফয়েজ।
সিলেট-৩ আসনে জনমানুষের আশার প্রতীক হয়ে উঠেছেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই। সদা হাস্যজ্বল, বিনয়ী এবং সহযোগিতামূলক মনোভাবাপন্ন ড. ফয়েজ সততা, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক নেতৃত্ব ও মানবসেবায় কারণে সিলেটবাসীর হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81