11/06/2025
বিশেষ প্রতিনিধি | Published: 2025-11-06 14:43:38
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটি আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী ঘোষনা করেছে। এতে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ি আসনে ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল- গোপালপুর-ভুয়াপুর আসেন এডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে এসএম ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল -৪ কালিহাতি আসনে লুৎফর রহমান খান মতিন, টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনে রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল- ৮ বাসাইল-সখিপুর আসনে এডভোকেট আহমেদ আযম খান দলীয় মনোনয়ন পেয়েছেন।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মনোনয়নপ্রাপ্ত এসব আসনে প্রার্থীর পক্ষে কোন আনন্দ মিছিল, শোভাযাত্রা, শোডাউন এমনকি মিষ্টি বিতরনের মত কোন ঘটনা ঘটেনি। তবে টাঙ্গাইল -৫ (সদর) আসনে কোন প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি।
এদিকে, নিয়মিত জনসংযোগের অংশ হিসেবে গত বুধবার (৫ নভেম্বর) সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থক, শুভাকাঙ্ক্ষীরা টাঙ্গাইল সদরে এক বিশাল মিছিল করেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এই মিছিলে ১২টি ইউনিয়নের প্রায় দুই লাখ সমর্থক অংশ গ্রহণ করে।
এদিকে, কালিহাতী আসনে গত ১৫ বছর আওয়ামী লীগ ঘেঁষা ও দলে নিষ্ক্রিয় থাকা এবং ঘটা করে শেখ হাসিনার জন্মদিন পালন করা লুৎফর রহমান মতিনের নাম ঘোষনা করার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলের তৃনমূলের ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের মাঝে। এই মনোনয়নের প্রতিবাদে এবং যোগ্য প্রার্থী হিসেবে হালিম ইঞ্জিনিয়ারকে মনোননয়ন দেয়ার দাবিতে বিএনপি নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নিলেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া তাতে সম্মতি দেননি। জনগনের দুর্ভোগ পোহাতে হয় এমন কোন কর্মসুচি পালন না করে গঠনমুলক দাবি জানানোর আহবান জানান ইঞ্জিনিয়ার হালিম। তার এই ভূমিকা সমগ্র টাঙ্গাইল জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার এমন সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন টাংগাইলবাসী।
তৃনমূলের নির্যাতিত ও বঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাফডজন নেতা মাঠে কাজ করেছেন। তারা যে যার মত করে জনগনের কাছে গিয়েছেন। অনেকে বিএনপির ৩১ দফা দিয়ে সভা সমাবেশ ও গনসংযোগ করেছেন। প্রার্থীদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া। ক্লিন ইমেজের একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে পরিচিতি রয়েছে নিজ নির্বাচনী এলাকা কালিহাতির মানুষের কাছে।
বীর মুক্তিযোদ্ধ হালিম মিয়া বাংলাদেম জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি পদে রয়েছেন দীর্ঘদিন ধরে। ফ্যাসিষ্ট আওয়ামী লীগের গত ১৭ বছর দলের কর্মসুচি পালনের সাথে জড়িত নেতাকর্মীদের পরম মমতায় আগলে রেখেছিলেন। নিজ উদ্যোগে সকল নেতাকর্মীদের নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে এক্যবদ্ধ রাখার প্রানান্তর চেষ্টা করেছেন।
এই আসনে আরেক আলোচিত মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির ঢাকা বিভাগীর সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। কিন্তু কালিহাতী বিএনপির প্রকৃত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ছুঁড়ে ফেলে দিয়ে নিজের পছন্দমত লোক দিয়ে বিভিন্ন কমিটি গঠন করেন। এসব কমিটিতে পতিত আওয়ামী ঘরানার অনেকেই স্থান পায়। ফলে কালিহাতীর সকল শীর্ষ নেতারা টিটুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতির মাঠে কাজ করেন। এই অবস্থায় কার্যত একা হয়ে যান বেনজির আহমেদ টিটু। এছাড়া ৫ আগষ্টের পর কালিহাতীর সকল বালু মহাল টিটুর সমর্থকদের দখলে চলে যায় বলে অভিযোগ উঠে। পাশাপাশি বেনজিরের সমর্থকেরা কালিহাতীতে চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। ফলে এসব ঘটনায় বিএনপির হাই কমান্ড নাখোশ হন। এসব কারনে দলের মনোনয়ন থেকে বঞ্চিত হন বলে মনে করছেন অনেকে।
এদিকে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে লুৎফর রহমান মতিনের নাম ঘোষনা করলে তৃনমুল নেতাকর্মীরা হতবিহবল হয়ে পড়ে। নেতকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে গত ১৭ বছর মতিনের সাথে কালিহাতীর সাধারণ মানুষের কোন সম্পর্ক ছিল না। বিপদে কালিহাতীর কোন নেতাকর্মীর পাশে দাঁড়াননি তিনি। নিজের ব্যবসা প্রতিষ্ঠান বিপদমুক্ত রাখতে আওয়ামী লীগের সাথে ভাল সম্পর্ক বজায় রেখে চলেছেন। লুৎফর রহমান মতিন ঘটা করে শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন একাধিকবার। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সাথে বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য দিয়েছেন তিনি। একরকম স্বেচ্ছায় রাজনীতি থেকে বিদায় নেয়ার মত অবস্থা ছিল তার। এরকম একজন ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেয়ার বিষয়টি কোনভাবেই মানতে পারছেন না কালিহাতীর তৃনমুল বিএনপির নেতকর্মীরা। নেতাকর্মীদের এখন একটাই দাবি আর তা হচ্ছে - অবিলম্বে লুৎফর রহমান মতিনের মনোনয়ন প্রত্যাহার করে ইঞ্জিনিয়ার হালিমকে মনোনয়ন দেয়া হোক।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81