30075

11/09/2025

ছোট্ট শিশু মরিয়ম ও ইসমাইলের দায়িত্ব নিলেন তারেক রহমান

শাহীন আবদুল বারী | Published: 2025-11-08 21:04:55

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুই এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ শনিবার বিকেলে (০৮ নভেম্বর ২০২৫) ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়া গ্রামে মানবিক একটি কর্মসূচির মাধ্যমে শিশু দু’টিকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দুই এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের অসহায়ত্ব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি তারেক রহমান-এর নজরে আসে। অতঃপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন অতিম শিশু দু‘টি সার্বিক খোঁজ-খবর নিতে।

এরই ধারাবাহিকতায় আজকে অসহায় ছোট্ট শিশু মরিয়ম ও ইসমাইলে হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এতিম শিশু মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আগামীতে পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন শিমুল বিশ্বাস।

এদিকে, মানবিক এই কর্মসূচিতে অংশ নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংগঠনের পক্ষ থেকে মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের পড়ালেখার জন্য মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, রুবেল আমিন, শাহাদাত হোসেন ও ইঞ্জিনিয়ার আবু হানিফ।

আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য আরিফা সুলতানা রুমা ও পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। এছাড়া স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা এই মানবিক কর্মসূচিতে অংশ নেন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81