30133

11/13/2025

সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক | Published: 2025-11-13 14:18:34

জাতির প্রতি দায়বদ্ধতা থেকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে। কিন্তু দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।

আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিইসি এই মন্তব্য করেন।

নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর এখনো পোস্টারে ছেয়ে আছে; এই প্রসঙ্গে সিইসি বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র, তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই স্ব-উদ্যোগে সরিয়ে ফেলে, তবে এটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ।

নির্বাচনী আচরণবিধি সম্পর্কে তিনি বলেন, কমিশন আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কোনোভাবেই ছাড় দেবে না। যে কোনো নিয়ম ভঙ্গের ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যেখানেই নিয়মের ব্যত্যয় হবে, তফসিল ঘোষণা হবার পর আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো।’

এসময় তিনি গণভোটের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এখন তো বিষয়টি খুবই আলোচনায় আছে। তবে আমরা এখনও অফিশিয়ালি কিছু জানি না।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে গুজব ছড়ানো - এরকম অনেক বিষয়ই আমাদের কাছে নতুন। আমরা দেশের বাইরে ভোট কিভাবে নেয়া যায়, ইলেকশনের সাথে যারা জড়িত থাকবেন তাদের ভোটের ব্যবস্থা, সরকারি চাকরিজীবী যারা ইলেকশনের দিন অন্যখানে দায়িত্বে থাকবেন তারা কিভাবে ভোট দিতে পারবেন বা রিটার্নিং অফিসাররা কিভাবে ভোট দিতে পারবেন এসব ব্যবস্থা করার চিন্তা করছি। এরকম আরো অনেক একেবারে নতুন বিষয় এবার চলে এসেছে। এই কারণে সাধারণ ইলেকশনের তুলনায় এবার আমাদের ওপর দায় দায়িত্ব বেশি। তাই আপনাদের সহযোগিতাও আমাদের অনেক বেশি প্রয়োজন।

সিইসি নাসির উদ্দিন আরো বলেন, আমাদের কাছে সকল রাজনৈতিক দল সমান। আমরা সকলকে গুরুত্ব দিয়ে দেখতে চাই। আমরা মনে করব যে যারা আমাদের কাছে রেজিস্ট্রেশন পেয়েছেন, সকল রেজিস্টার্ড দল আমাদের কাছে সমান। সুতরাং উনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমরা শুনবো এবং তা গ্রহণযোগ্য হলে আমাদের জন্য অনেক উপকার হবে।

‘বিশেষ পরিস্থিতিতে’ চাপে কমিশন উল্লেখ করে সিইসি জানান, একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে কমিশনের ওপর নানা ধরনের চাপ আসছে। এই কারণে তিনি আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছেন নির্বাচনে অংশীজনদের কাছে।

পরিশেষে রাজনৈতিক দলগুলোর উদ্দেেশ্যে সিইসি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে আমরা আপনাদের সাথে পেতে চাই। এবারের নির্বাচনটি অন্যান্য নির্বাচনের থেকে একেবারেই ভিন্ন। এক্ষেত্রে আমরা আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার - ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো সানাউল্লাহ (অব:), তাহমিদা আহমেদ ও মো আনোয়ারুল ইসলাম সরকার, সিনিয়র সচিব আখতার আহমেদসহ আরো অনেকে।

আজকের আলোচনায় সকালের বৈঠকে অংশ নেয়া ছয়টি দল হলো - লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

উল্লেখ্য, আজ দুপুর দুইটা থেকে আরো ছয়টি রাজনৈতিক দল - বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‘বিশেষ পরিস্থিতিতে’ চাপে কমিশন উল্লেখ করে সিইসি জানান, একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে কমিশনের ওপর নানা ধরনের চাপ আসছে। এই কারণে তিনি আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছেন নির্বাচনে অংশীজনদের কাছে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81