01/30/2026
মাদারীপুর প্রতিনিধি | Published: 2026-01-30 18:37:11
বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘একটি দল এতদিন জান্নাতের টিকিট বিক্রি করেছে। টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ায়, এখন তারা জান্নাতে যাওয়ার জন্য বিকাশে ভাড়ার টাকা দিচ্ছে’।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে মাদারীপুর সদর উপজেলার মনটারপুরে মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ সংসদীয় আসনের যৌথ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, যারা দীর্ঘদিন ধরে ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, মানুষের আবেগ নিয়ে ব্যবসা করেছে। তারাই আজ নতুন কৌশলে মাঠে নেমেছে। জনগণকে তাদের এই মুনাফিকি থেকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন আর প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করে না। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রই মানুষের মূল চাওয়া।
তাই দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য সচেতনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
জনসভায় মাদারীপুর-২ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী জাহানদার আলী জাহান বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির প্রধান লক্ষ্য। অপরদিকে মাদারীপুর-৩ আসনের দলটির প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, এই নির্বাচন হবে অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রায়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিল দর্জিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81