11/17/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2025-02-04 20:52:13
ঢাকা মহানগর উত্তরের রামপুরা থানাধীন ২৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মো. রুবেল হক বিশু ব্যাপারীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
রাজধানীর মালিবাগ বাজার রোডে রুপালী ক্লাবের সামনে গতকাল (৩রা ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এলাকার চিহ্নিত সন্ত্রাসী ডিম মনা, তালাত, কেরেচ্ছা আলম, মাসুম খানসহ অজ্ঞাত আরো ৪/৫জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে বিষুর উপর হামলা চালায়। এসময় তাকে বেদরকভাবে মারধর ও জখম করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এদিকে, বিষু হাসপাতালে ভর্তি থাকায় তার ছোট ভাই সাজ্জাত হক রকি এই ঘটনায় বাদী হয়ে রামপুরা থানায় ডিম মনা, তালাত, কেরেচ্ছা আলম, মাসুম খানসহ অজ্ঞাত আরো ৪/৫জনের নাম দিয়ে মামলা দায়ের করেছেন।
দুইদিন আগে যুবদলের এক নেতা দলবল নিয়ে মালিবাগে একটি সিএনজি স্ট্যান্ড দখল করতে এলে বিএনপি নেতা বিষু এতে বাধা দেন। এনিয়ে বিএনপি ও যুবদলের দুই নেতার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এই বিষয়ে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন আগামী পর্বে প্রকাশিত হবে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81