28094

05/09/2025

ইপসা-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মোঃ আরিফুর রহমানের পিএইচডি ডিগ্রী অর্জনে ইপসা পরিবারেএ অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | Published: 2025-05-08 23:43:07

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মোঃ আরিফুর রহমান পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি (টিআইইউ) এর স্কুল অব ম্যানেজম্যান্ট থেকে তিনি এই ডিগ্রী অর্জন করেন।

পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘‘ রোল অব এনজিও'স ইন এচিভিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর পারসন্স উইথ ডিসএবিলিটিস ইন বাংলাদেশঃ এ পাথওয়ে টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ’।

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির স্কুল অব ম্যানেজম্যান্ট এর এসোসিয়েট ডীন প্রফেসর ড. গগন পারিক এর তত্ত্বাবধানে তার পিএইচডি ডিগ্রির গবেষণা কার্যক্রম পরিচালনা হয়েছে।

জনাব ড. মোঃ আরিফুর রহমান’র সহধর্মিনী উন্নয়ন গবেষক ও কবি ড.শামসুন্নাহার চৌধুরী লোপা ও দুই সন্তান আফরা নাওয়ার রহমান (এনভায়রনমেন্টাল সাইন্স বিষয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন-এ অধ্যয়নরত) ও আবরার খলিল রহমান (ইন্টারন্যাশনাল হোপ স্কুল চট্টগ্রাম - এ নবম শ্রেণিতে অধ্যয়নরত)।

তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সমাজ উন্নয়ন মূলক সংস্থার সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন একাডেমিক - নন একাডেমিক গবেষণা মূলক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সাথে সম্পৃক্ত আছেন। সমাজ উন্নয়ন বিষয়ক জার্নাল " সোশ্যাল চেঞ্জ "এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81