08/13/2025
সামিউর রহমান লিপু | Published: 2025-08-12 14:44:55
কোস্টারিকা মধ্য আমেরিকার অন্যতম শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব দেশ হিসেবে পরিচিত। দেশটি শিক্ষিত ও বিদেশি দক্ষ শ্রমিক-বান্ধব নীতির জন্য জনপ্রিয়।
সম্প্রতি ভ্রমণের দারুণ এক সুযোগ এনে দিয়েছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। ‘ডিজিটাল নমেড ভিসা’য় দেশটিতে এক বছর বসবাস ও কাজ করার বৈধ সুযোগ পাবেন।
বিদেশি কোম্পানির কর্মী, অনলাইন ফ্রিল্যান্সার কিংবা উদ্যোক্তা—যে কেউ এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসাটির আবেদন মূল্য ১২ হাজার ১০০ টাকা।
আবেদনের যোগ্যতা
যারা পুরোপুরি অনলাইনে কাজ করেন এবং কাজের প্রতিষ্ঠান বা ক্লায়েন্ট কোস্টারিকার বাইরে অবস্থিত। যারা সর্বোচ্চ এক বছর কোস্টারিকায় থাকতে চান এবং চাইলে এক বছর বাড়াতে পারবেন।
এককভাবে আবেদনকারীর ন্যূনতম মাসিক আয় ৩ হাজার ডলার (৩ লাখ ৬৩ হাজার টাকা)। পরিবার নিয়ে আবেদন করলে মাসিক আয় হতে হবে কমপক্ষে ৪ হাজার ডলার (৪ লাখ ৮৪ হাজার টাকা)।
এই ভিসার মাধ্যমে করমুক্ত আয়, আরামদায়ক আবহাওয়া এবং বিশ্বের নানা প্রান্তের পেশাদারদের একটি উন্মুক্ত কমিউনিটির অংশ হওয়ার সুযোগ পাবেন।
প্রয়োজনীয় কাগজপত্র
> বৈধ পাসপোর্ট
> কোনো ধরনের অপরাধমূলক কাজের রেকর্ড নেই, তার প্রমাণ
> কোস্টারিকায় অবস্থানের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য বীমা
> আবেদন করার সময় অবশ্যই কোস্টারিকার বাইরে থাকতে হবে
> গত ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট বা বেতন স্লিপে আয়ের প্রমাণ
> নিয়োগকর্তা বা ক্লায়েন্টের পক্ষ থেকে কাজের স্বীকৃতিপত্র বা চুক্তিপত্র
> সর্বশেষ ৬ মাসের মধ্যে জারি করা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
> অনলাইন কর্মসংস্থান বা স্বনিয়োজিত পেশার প্রমাণ
> সব নথি স্প্যানিশ ভাষায় অনুবাদ করতে হবে
আবেদন প্রক্রিয়া
১. প্রথমে সকল প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ এবং পেশাদার অনুবাদক দিয়ে স্প্যানিশ ভাষায় অনুবাদ করিয়ে নিতে হবে।
২. কোস্টারিকার সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে অনলাইনে আবেদন জমা দিন।
৩. আবেদন ফি ১০০ ডলার (১২ হাজার ১০০ টাকা) এবং ভিসা ইস্যু ফি ৯০ ডলার (১০ হাজার ৮৯০ টাকা) অনলাইনে পরিশোধ করুন।
৪. আবেদন অনুমোদনের জন্য অপেক্ষা করুন। এটি সাধারণত ১৫–৩০ দিনের মধ্যে ই-মেইলের মাধ্যমে জানানো হয়।
৫. ভিসা অনুমোদনের পর কোস্টারিকায় ভ্রমণ করুন এবং স্থানীয় ইমিগ্রেশন অফিসে গিয়ে নিবন্ধন করে ডাইমেক্স রেসিডেন্স আইডি কার্ড সংগ্রহ করুন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81