30177

11/15/2025

টাঙ্গাইল সদরের পোড়াবাড়ি ইউনিয়নে টুকুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহীন আবদুল বারী | Published: 2025-11-14 21:19:17

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমজমাট টাঙ্গাইলের নির্বাচনী প্রচারণা। সবার মুখে শুধু নির্বাচনী আলোচনা। দীর্ঘদিন পর শহরের প্রতিটি অলিগলিতে, পাড়া-মহল্লায়, চায়ের দোকানে চলছে ভোট নিয়ে বাকযুদ্ধ। প্রচারণায় কে এগিয়ে, কে পিছিয়ে; কার কি ভুলত্রুটি এনিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

এরই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে শহর থেকে গ্রাম জুড়ে।

আরও পড়ুন: ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত টুকু

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিদিনই টাঙ্গাইল-৫ (সদর) আসনের উপজেলা শহর ও পৌরসভার বিভিন্ন এলাকায় চলছে পরিচিতি সভা, উঠান বৈঠক, মতবিনিময় সভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ইত্যাদি।

আরও পড়ুন: টুকুর উদ্যোগে টাঙ্গাইল পৌর শহরে ৭ দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

রাজনৈতিক কর্মসূচির বাইরেও নিজ উদ্যোগে টাঙ্গাইল পৌর শহর এবং এর আশেপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মতো সামাজিক কর্মসূচিও পালন করছেন সুলতান সালাউদ্দিন টুকু।

আরও পড়ুন: টাঙ্গাইলে শিক্ষকদের ছাতা উপহার দিলেন টুকু

এখানেই শেষ নয়, একজন দূরদর্শী, সৎ, বিনয়ী এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে শিক্ষানুরাগী টুকু তার নির্বাচনী এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ধাপে ধাপে ছাতা উপহার দিচ্ছেন এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধার দিকে বিশেষ খেয়াল রাখছেন। অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য তিনি নিয়মিত বৃত্তির ব্যবস্থাও করেছেন।

আরও পড়ুন: টাঙ্গাইলের দুই ইউনিয়নে ইসলামী চিন্তাবিদদের সাথে টুকুর মতবিনিময়

এর পাশাপাশি সুলতান সালাউদ্দিন টুকু নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে৷ মূলত টুকুকে ঘিরেই টাঙ্গাইল জেলায় দলমত নির্বিশেষে বিএনপির পক্ষে জনজোয়ারের সৃষ্টি হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌরসভার ৬নং পোড়াবাড়ি ইউনিয়নের খারজানা দক্ষিণপাড়া এলাকায় তিনতলা মসজিদ পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

খারজানা দক্ষিণপাড়ার এলাকাবাসী ও মসজিদ পুনঃনির্মান বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের কর্নধার আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মোঃ মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী, সিনিয়র সহ সম্পাদক এ্যাড. মোঃ আজিম উদ্দিন বিল্পব।

খারজানা মসজিদ কমিটির সভাপতি মোঃ রায়হান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফের পরিচালনায় এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী। 

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সহকারী পরিচালক মোঃ আলতাব হোসেন, লালমনিরহাট জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল কাদের সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ৬নং পোড়াবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আমিনুর সরকার এবং ইউপি সদস্য মোঃ সানোয়ার হোসেন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81