November 11, 2025, 1:28 pm


শাহীন আবদুল বারী

Published:
2025-11-11 11:20:00 BdST

টাঙ্গাইল সদর-৫টাঙ্গাইল পৌর শহরে ৭ দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি


টাঙ্গাইলকে পরিচ্ছন্ন শহরে রূপান্তরের লক্ষ্যে সাত দিন ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। টাঙ্গাইল-৫ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু'র  উদ্যোগে 'টাংগাইল সংগঠন' এই কর্মসূচি আয়োজন করেছে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের শহীদ মিনার এলাকা থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হয় তাহলে টাঙ্গাইলকে পরিচ্ছন্ন, সুন্দর এবং বসবাসযোগ্য শহরে পরিনত করা সম্ভব। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং নিজের আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন টাঙ্গাইল গড়তে সকল নাগরিকের অংশগ্রহণ জরুরি। রাজনীতি শুধু বক্তৃতা নয়, সমাজের কল্যাণে বাস্তব উদ্যোগও আমাদের নিতে হবে।

'পরিচ্ছন্ন টাঙ্গাইল' এর সভাপতি মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন।

উদ্বোধনের পর টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। শহরের প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই ৭ দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শহরের বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত হবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.