December 18, 2025, 1:56 am


মাগুরা প্রতিনিধি

Published:
2025-12-17 22:50:59 BdST

মাগুরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সি রেজাউল হক গ্রেপ্তার


কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক (৮৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার মুন্সীপাড়া মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান।

তিনি বলেন, মুন্সী রেজাউল হক বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি। তার নামে অন্য কোনো মামলা রয়েছে কি না, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

মামলা সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে আজ রাতেই মুন্সী রেজাউল হককে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

মাগুরা সদর থানা সূত্রে জানা গেছে, রেজাউল মুন্সীর বিরুদ্ধে মাগুরা জেলায় নাশকতামূলক কর্মকান্ড পরিচালনায় নেতৃত্ব প্রদান, সরকারি অফিস ও বিভিন্ন যানবাহনে অগ্নিসন্ত্রাস, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল, সরকারবিরোধী কর্মকান্ড ও জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকাসহ একাধিক অভিযোগ রয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.