নিজস্ব প্রতিবেদক
Published:2025-12-19 21:23:27 BdST
এজিএম ও নির্বাচন অনুষ্ঠিতর্যাকের নতুন সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল
দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে 'চ্যানেল এস'-এর অ্যাসাইনমেন্ট এডিটর শাফি উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে সকাল-সন্ধ্যার রিপোর্টার তাবারুল হক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারন সভা (এজিএম) শেষে সংগঠনটির সদস্যরা ভোটের মাধ্যমে আগামী বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যদের নির্বাচিত করা হয়।
৩-সদস্য বিশিষ্ট একটি নির্বাচক প্যানেলের সার্বিক তত্বাবধানে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনটির ৯১ জন ভোটারের মধ্যে ৮৭ জন আজকের এই নির্বাচনে ভোট দান করেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সিনিয়র সাংবাদিক তৌহিদুর রহমান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে, র্যাকের বিদায়ী কমিটির সভাপতি দৈনিক কালবেলার যুগ্ন সম্পাদক আলাউদ্দিন আরিফের সভাপতিত্বে রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র্যাক) কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
র্যাকের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নবরাজের চিফ রিপোর্টার রফিক উজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক পদে মানবজমিনের স্টাফ রিপোর্টার মারুফ কিবরিয়া নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক পদে বিটিভি’র রিপোর্টার মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজনীন আক্তার লাকি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌসি।
অন্যদিকে, কার্যনির্বাহী কমিটির সদস্য পদে অন্যান্যের মধ্যে নির্বাচিত হয়েছেন আজকের দৈনিকের স্টাফ রিপোর্টার আবুল কাশেম, যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার জামিউল আহসান শিপু, মতলু মল্লিক এবং রুপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার সাইফ বাবলু।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
