December 30, 2025, 11:36 pm


মাগুরা প্রতিনিধি

Published:
2025-12-30 21:20:30 BdST

মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির ৩৬তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২৯ ডিসেম্বর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন সভাপতিত্ব করেন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগন পরিচালনা পর্ষদ ঘোষিত ১১ শতাংশ নগদ লভ্যাংশসহ সব আলোচ্যসূচি অনুমোদন করেন। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির ঘোষিত এই লভ্যাংশে সন্তুষ্টি প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মোবারক হোসেন, পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া, কোম্পানি সচিব মুস্তাফিজুর রহমান এবং সিএফও নাইমুল ইসলাম।

এই সভায় ভার্চুয়ালি অংশ নেন পরিচালক মো. রেজাউল ইসলাম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. রফিকুল ইসলাম ও প্রফেসর ড. নাফিসা রওনক। এছাড়াও সশরীরে ও ভার্চুয়ালি মোট ৬১ জন শেয়ারহোল্ডার এই সভায় অংশগ্রহণ করেন।

সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির নতুন নামকরণ এবং মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন সংশোধনের মাধ্যমে বহুমুখী ব্যবসা পরিচালনার উদ্যোগকে স্বাগত জানান। তারা আগামী দিনে কোম্পানির ব্যবসার সমৃদ্ধি ও বিকাশ কামনা করেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.