নিজস্ব প্রতিবেক
Published:2025-09-16 00:06:00 BdST
ছিনতাইকৃত লবেট গাড়ীবালু ব্যবসায়ীর গাড়ী ছিনতাই ও প্রতারনা মুলক অর্থ দাবীর অভিযোগ।
ছিনতাইকৃত লবেট গাড়ী
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের একজন সফল বালু ব্যবসায়ী আজহারুল ইসলাম আজাদকে মারধর করে গাড়ী ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দির্ঘদিন যাবৎ আজহারুল ইসলাম আজাদ সুনামের সাথে বালু ব্যবসা পরিচালনা করে আসছে। উক্ত ব্যবসায়ীর রয়েছে একাধিক বালু বহনের লবেট গাড়ী রয়েছে। উক্ত গাড়ী থেকে একটি লবেট বডি আশরাফুল ও ইমরানেরে মধ্যেস্ততায় শরিফুল মিয়া ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে। উক্ত গাড়ির বডি ১ লক্ষ ২০ হাজার টাকা দরদাম চুড়ান্ত হয় কিন্তু আশরাফুল ও ইমরান অতিরিক্ত ৩০ হাজার টাকা বেশি নিতে বলে। আশরাফুল ও ইমরান শরিফুল মিয়ার কাছে জানায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নির্ধারন করে সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা অগ্রিম গ্রহন করি। এবং তাদের জানানো হয় আইনী জটিলতা থেকে মুক্ত থাকার জন্য সৈকত এন্টারপ্রাইজের নামটা মুছে ফেলার জন্য। আমি শরিফুলের নিকট ১লক্ষ ৫০ হাজার টাকা স্বীকার করি এবং যথারিতি বাকি একলক্ষ টাকা বুঝে পেয়ে আশরাফুল ও ইমরানের দাবীকৃত ৩০ হাজার টাকা বুঝাইয়া দেই। নিয়ম মাফিক বিক্রিত গাড়ির বডি নিয়ে যায়। কিছুদিন পর দালালীকৃত ৩০ হাজার টাকা সম্পর্কে শরিফুল জেনে যাওয়ায় বিপত্তি বাধে। সম্মুগঞ্জ বাজারে আশরাফুলকে লোকজন আটক করে রাখে এবং বিক্রেতা আজহারুল ইসলাম আজাদকে ফোন মারফত যেতে বলেন কিন্তু বিক্রেতা দুরে থাকায় আটককৃত আশরাফুলকে ছেড়ে দিতে বলেন যদি কোনো দেনা পাওনা থাকে পরে পরিশোধের প্রতিশ্রুতি দেন। উক্ত বিষয়ে পরানগঞ্জ বাজারে গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আপোষ মিমাংসা হলেও প্রতারকরা ভিন্ন পথে চলতে শুরু করে।

লবেট গাড়ির মালিক আজহারুল ইসলাম আজাদ
পরে জানতে পারি আশরাফুল ও ইমরান শম্মুগঞ্জের লোকজনদের সাথে আতাত করে তারা এক হয়ে আমাকে গাড়ি বিক্রির ১লক্ষ ৫০ হাজার টাকা ফিরিয়ে দিতে চাপ প্রয়োগ করতে থাকে।বিক্রিত গাড়ীর বডি ফেরত নিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা ফিরিয়ে দিতে সম্মতি জানাই, কিন্তু তারা আমার কথায় কর্ণপাত না করে হুমকি দিতে থাকে।
গত ২৫/৭/২০২৫ইং তারিখ আমার মোবাইল ফোনে ০১৪০০৭৮৭৮৭৫ নাম্বার থেকে একটি ফোন আসে। সে জানায় আমার গাড়ি ভাড়া নিবে পাটতলা বাজার থেকে রহিমগঞ্জ বাজারে বেকু মেশিন নিয়ে দিতে হবে। আমি তাদের কৌশল বুঝতে না পেরে তাদের কাছে ৩০০০ টাকা ভাড়া চাই, তিনি রাজি হয়ে বলেন একটি লবেট গাড়ি পাঠান।তাদের কথায় ড্রাইভার আমার ছেলে শাকির আহমেদ শুভ সাথে আল আমিনকে পাঠিয়ে দেই। পাটতলা বাজার থেকে ১০০ গজ দুরে হালিম খাঁর বাড়ির সামনে যেতেই পাকা রাস্তার উপরে ওত পেতে থাকা জুলহাস গংয়ের ৯-১০ জন লোক আমার ছেলে ও আল আমিনকে ধারালো অস্ত্রসস্ত্র, লোহার রড দিয়া এলোপাথাড়ি আঘাত করে এবং ছুরি দিয়া পেটে ও হাতে জখম করে।আমার ছেলে ও আল আমিনকে আহত করে লবেট গাড়ি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পাটতলার স্থানীয় লোকজন আশরাফুল ও এমরানকে আটক করে জিন্নাত আলীর চায়ের দোকানে বন্দী করে রাখে। উক্ত সংবাদ পেয়ে আমি ৯৯৯ ফোন করি এবং ঘটনা স্থলে ছুটে যাই। পুলিশের উপস্থিতিতে আশরাফুল ও এমরানকে আটককারী জিন্নাত আলী ও তার ভাই ইন্নাস আলী আমার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। আটককৃত আশরাফুল ও ইমরানকে পিছনের দরজা দিয়ে ছেড়ে দেয়। অতঃপর জানতে পারি জিন্নাত আলী ও চায়ের দোকানদার আটক দুজনের বোন জামাই এটাও তাদের পরিকল্পনার অংশ। যা ছিলো জিন্নাত আলী, চায়ের দোকানদার ও ক্রেতা শরিফুলের পরিকল্পিত পাতানো ফাদঁ। গাড়ি ক্রয়, দালালী বাবদ টাকা গ্রহন অতঃপর মিথ্যা অজুহাতে গাড়ি ভাড়া নিয়ে ছিনতাই এবং আমার ছেলে শাকির আহমেদ শুভ ও আলআমিনকে মারধর করে জখম করা হয়।
ড্রাইভার শাকির আহমেদ শুভ ও হেলপার আল আমিনকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয় যা চলমান। ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জানাগেছে হামলাকারীরা মারধর করে গাড়ি ছিনতাই করেও উল্টো আমার বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ করেছে যা মিথ্যা ও বানোয়াট। গাড়ী ছিনতাই উদ্দেশ্য প্রণোদিত প্রতারণার অংশ। আমার অর্থনৈতিক ক্ষতি ও মানহানি ঘটানোর জন্য সম্পূর্ণ মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমার সম্মান মারাত্মক ভাবে ক্ষুন্ন করেছে।এমন একটি জঘন্য ঘটনার শিকার হওয়ার পরেও মিথ্যা সংবাদ প্রচার করছে যা নিন্দিত। যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
দুর্নীতির সন্ধানে ….
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.