May 2, 2024, 5:03 am


রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:

Published:
2023-12-28 10:56:32 BdST

মাদারীপুরে মেরিন শিক্ষানবিশদের সনদ, পুরুস্কার বিতরণ ও বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠিত


মাদারীপুরের চরমুগরিয়ার শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট ( এসপিটিআই) এর ১১তম মেরিন শিক্ষানবিশদের বার্ষিক সনদ ও পুরস্কার বিতরণী এবং বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(২৭ ডিসেম্বর) বুধবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠান মালায় ছিলো সুসজ্জিত কুচকাওয়াজ, সালাম প্রদর্শন, প্রধান অতিথিকে শুভেচ্ছা বিনিময়, খেলার পুরুস্কার বিতরনী ইত্যাদি।

মেরিন শিক্ষানবিশদের ১১তম ব্যাচের ৪০জন ছাত্রদের মাঝে পুরুস্কার প্রদান করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি আই ডব্লিউ টি এ এট সদস্য ( অর্থ) কমান্ডার মো রফিউল হাসাইন (ট্যাজ) পিএসসি, বিএন( অব:)।

এসময় এসপিটিআই মাদারীপুর( অতিরিক্ত দায়িত্ব) ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ( ডিইপিটিসি) বি আই ডব্লিউ টি এ এর বরিশাল) ক্যাপ্টেন, জিএ এম , আলীরেজা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি আফরোজা সুলতানা।
এছারাও ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরের অধ্যক্ষ ইন্জিনিয়ার মো শহীদুল্লাহ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাদারীপুরের অধ্যক্ষ মো জাহাঙ্গীর আলমসহ প্রমূখ।
এ বর্নিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সূর্বণা চৌধুরী হিরা।

পরে মেরিন শিক্ষানবিশদের ছাত্রদের নিয়ে আলোচনা সভা ও ছাত্রদের মাঝে ক্রিড়া প্রতিযোগিতায় পুরুস্কার প্রদান করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from Education