April 20, 2024, 1:31 am


সামিউর রহমান লিপু

Published:
2020-09-19 04:21:46 BdST

মাগুরায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৪ জনের মৃত্যু


মাগুরা-যশোর মহাসড়কের মঘি এলাকায় দুটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৩০ জন বাসযাত্রী। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন দুর্ঘটনার শিকার চাকলাদার পরিবহনের সুপারভাইজার আমিন মিয়া (৪০)। তার বাড়ি যশোর জেলা সদরের রুপদিয়া গ্রামে। অপর নিহত হচ্ছেন নরসিংদি জেলার দত্তপাড়ার ফকরুল ইসলাম (৩৮)। নিহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের  মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। 

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, বরিশাল থেকে যশোরগামী যাত্রীবাহী চাকলাদার পরিবহন ও একই দিকে যাওয়া একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে।

চাকলাদার পরিবহনের বাসটি এখনো রাস্তার পাশে খাদে পড়ে আছে। সেটি উদ্ধারের চেষ্টা করছে মাগুরা ও যশোর দমকল বাহিনীর সদস্যরা। নিহতরা সবাই এ পরিবহনের যাত্রী।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা